Murshidabad News: গায়ে থুতু ফেলার প্রতিবাদে মহিলার 'শ্লীলতাহানি' ফরাক্কায় ! কান ছিঁড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ
Murshidabad Molestation Case: মহিলার গায়ে থুতু ফেলার প্রতিবাদ করায় শ্লীলতাহানির অভিযোগ ফরাক্কায় !
মুর্শিদাবাদ: ফরাক্কায় ফের মহিলার 'শ্লীলতাহানি', কান টেনে ছিঁড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। মহিলার গায়ে থুতু ফেলার প্রতিবাদ করায় শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবেশীর বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। ফরাক্কা থানায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের।
অতীতে একাধিক ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় দ্রুত মৃতদেহ দাহ করার ইস্যু উঠেছে। একাধিক মামলা রাজ্য পুলিশের হাত থেকে স্থানান্তরিত হয়ে, কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গিয়েছে। এবং সেই সকলক্ষেত্রে মৃতদেহ দাহ করলে, আর পুনরায় ময়না তদন্তের সুযোগ থাকছে না। যদিও এর মধ্যে কিছু ব্যতিকর্মী ঘটনাও রয়েছে। যেখানে কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে সদ্য ঘটে যাওয়া আরজি কর কাণ্ডে এখনও প্রতিবাদের ঝড় দিকে দিকে।
এবার যেনও অদ্ভুত এক আঁধার গ্রাস করেছে আমাদের চারপাশকে! নাবালিকা থেকে তরুণী, কিশোরী থেকে গৃহবধূ, লালসার হাত থেকে কারোরই যেন রেহাই নেই! হাসপাতাল, পরিত্যক্ত জমি, ধানখেত, নদীর চর, পুজো মণ্ডপ, নানা প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নারীর নিথর দেহ। সবচেয়ে উদ্বেগের হল দীর্ঘ হয়েই চলেছে এই তালিকা। এবার সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল আলিপুরদুয়ারের জয়গাঁওতে। সরল শিশুকে চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে তার সঙ্গে নারকীয় নির্যাতনের অভিযোগ উঠেছে উত্তরবঙ্গের প্রান্তিক এই এলাকায়। গ্রেফতারও করা হয়েছে ৩ জনকে।
প্রশ্ন হল, কেন বারবার লালসা আর হিংসার শিকার হচ্ছে মেয়েরা? কেন কিছুতেই এই প্রবণতায় রাশ টানা যাচ্ছে না? খাস কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা এমনিতেই নারী নিরাপত্তার বেআব্রু দিকটা সামনে এনে দিয়েছে। আর জি কর কাণ্ডের সূত্র ধরে উঠে আসা এত এত প্রতিবাদী আওয়াজ। অভূতপূর্ব গণ আন্দোলনের মধ্যেও কিন্তু থেমে নেই নারী সংক্রান্ত অপরাধ।
আরও পড়ুন, ভর সন্ধেয় কসবার TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা
আরজি কর কাণ্ডের বিচার চেয়ে যখন প্রতিবাদের ঢেউ দিকে দিকে, ঠিক তখনই আরও একটি ভয়াবহ ঘটনা প্রকাশ্যে আসে রাজ্য়ে। এবার জয়নগরে ১০ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ফেসবুক পোস্ট করে বলেছিলেন, 'স্তম্ভিত, শিহরিত ! কুলতলী থানা এলাকায় টিউশন পড়ে ফেরার পথে, বলপূর্বক তুলে নিয়ে গিয়ে, ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হল নাবালিকা ছাত্রীকে। পরে নদীর চর থেকে গ্রামবাসীরা উদ্ধার করেন নিথর দেহ' বলে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা। এরপর সুকান্ত মজুমদার আরও বলেছিলেন, 'মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার মুখ্যমন্ত্রী। দেবীপক্ষের সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।