(Source: ECI/ABP News/ABP Majha)
Murshidabad News: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এবার মুর্শিদাবাদে ! 'গাফিলতির' অভিযোগ ওড়াল বিদ্যুৎ নিগম
Murshidabad Electrocution Death: কলকাতার পর এবার মুর্শিদাবাদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রানিতলার তেতুলিয়া-ঘোষপাড়ায়
মুর্শিদাবাদ: কলকাতার পর এবার মুর্শিদাবাদ, ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। রানিতলার তেতুলিয়া-ঘোষপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
ভোরে রাস্তায় পড়ে থাকা কাটা তারে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে। 'রাতে গাছের ডাল ভেঙে বিদ্যুতের তার ছিঁড়েছে, কোনও অভিযোগ আসেনি'। ভোরবেলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, গাফিলতির অভিযোগ উড়িয়ে দাবি বিদ্যুৎ নিগমের।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় দানার জেরে কলকাতা-সহ ৩ জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। ভবানীপুর ও পাথরপ্রতিমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক ও কিশোরের মৃত্যু হয়েছে। হাওড়ায় জমা জলে পড়ে গিয়ে অস্থায়ী পুরকর্মীর মৃত্যু হয়েছে। চলতি বছরেই 'বিদ্যুৎস্পৃষ্ট' হয়ে মৃত্যু হয়েছিল পূর্ব বর্ধমান। সেবারেও খলনায়ক ছিল ঝড়। ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হয়েছিল বাবা-ছেলের। কলাগাছের গায়ে বিদ্যুতের তার পেঁচিয়ে ছিল, তারের সংস্পর্শে আসাতেই দুর্ঘটনা ঘটেছিল।
প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা, বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছেলে। দুর্ঘটনাটি ঘটেছিল পূর্ব বর্ধমানের মেমারির কলানবগ্রাম এলাকায়। মৃতের পরিবাসূত্রে জানা গিয়েছিল, ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসতেই ঘটে গিয়েছিল মর্মান্তিক এই দুর্ঘটনা। মৃত ব্যাক্তিদের নাম ফড়ে সিং(৬৪) ও তরুন সিং(৩০)। সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছিল, রেমালের তাণ্ডবে ভেঙে যাওয়া কলা গাছ কাটতে গিয়ে প্রথমে বাবা ফড়ে সিং, বিদ্যুৎ বাহিত তারের সংস্পর্শে চলে এসেছিলেন। বাবাকে বাঁচাতে এসে তরুন সিং তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়েছিলেন। তড়িঘড়ি স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বড়শুল হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও ছেলে দুজনকেই মৃত বলে ঘোষণ করা হয়।
আরও পড়ুন, আর জি করে গণ কনভেনশনের ডাক
মর্মান্তিক মৃত্যুর মুখোমুখী হয়েছে কলকাতা। এন্টালির বিবির বাগানে বাড়ির কার্নিশের চাঙড় ভেঙে মৃত্যু হয় এক ব্যক্তির।ক্যামাক স্ট্রিটেও ভেঙে পড়ে বাড়ির একাংশ। প্রসঙ্গত প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগের জেরে একাধিক মৃত্যুর ঘটনা সামনে আসে। কখনও বাজ পরে মৃত্যুর মুখোমুখী হয় অনেকে। অধিকাংশ ক্ষেত্রে চাষীরা এমন ধরণের ঘটনার সম্মুখীন হন। ফাঁকা জমি, বা মাঠে বাজ পড়ে মৃত্যুর ভুরিভুরি ঘটনা রয়েছে বাংলায়।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।