Murshidabad News: মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই কড়া পদক্ষেপ, সাসপেন্ড সামশেরগঞ্জ থানার প্রাক্তন OC ও SI !
Samserganj OC SI Suspend : কেন সাসপেন্ড করা হল সামশেরগঞ্জ থানার প্রাক্তন OC ও SI -কে ?

মুর্শিদাবাদ: মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই সাসপেন্ড সামশেরগঞ্জ থানার প্রাক্তন OC ও SI। OC ও SI-কে সাসপেন্ড করলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার। মূলত কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে, সামশেরগঞ্জে ওয়াকফ-অশান্তির জেরে ৭ দিন পরেই সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের।
বর্তমানে সামশেরগঞ্জ থানার IC-র দায়িত্ব সামলাচ্ছেন সুব্রত ঘোষ।
মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক ব্য়বস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আগে থেকে গোয়েন্দা তথ্য় ছিল, তারপরও রাজ্য় সরকার পদক্ষেপ নিতে ব্য়র্থ হয় এবং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল। দাঙ্গাবিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে, ছত্রে ছত্রে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েই এমনই সমালোচনা করা হয়েছিল। গতমাসেই সরানো হয়েছিল জঙ্গিপুর ও মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারকে।
নবান্নর তরফে অবশ্য় দাবি ছিল, এটা রুটিন বদলি। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে হিংসার আগুনে জ্বলে উঠেছিল মুর্শিদাবাদ। জঙ্গিপুর যখন জ্বলছে তখন পুলিশকে দোকানের মধ্য়ে লুকোতেও দেখা যায়, বহু জায়গায় পুলিশ হামলার বহু সময় পরে পৌঁছেছে বলে ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল। সেই দাঙ্গাবিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে, ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল । সাবজেক্টেই স্পষ্ট লেখা, পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি মানুষের অবিশ্বাস।
জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে বলা হয়েছিল, মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক ব্য়বস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আগে থেকে গোয়েন্দা তথ্য় ছিল, চাপা টেনশনও ছিল তারপরও রাজ্য় সরকার আগে থেকে পদক্ষেপ নিতে ব্য়র্থ হয় এবং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল। হিংসার ধরণ দেখে মনে হয়েছে তা ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত। ধর্মীয় মৌলবাদীদের উপস্থিতিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে আরও বলা হয়েছিল, পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে কমেছে।
সেখানে একটি পয়েন্টে এও বলা হয়েছিল, পুলিশ দাঙ্গাবাজদের প্রতি নরম ছিল, এই ধারণার ফলে অবিশ্বাস আরও বেড়ে গেছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায় রাজ্য় পুলিশের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। তারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর জন্য় BSF অথবা CRPF-এর ক্য়াম্প তৈরির দাবি জানিয়েছে।
এরইমধ্য়ে দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে ২ পুলিশ জেলার SP বদলের নির্দেশ দেওয়া হয়েছিল। সরানো হয়েছিল জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়কে। তাঁকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের কামান্ডান্ট পদে সরানো হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার নতুন SP করা হয়েছিল অমিত কুমার শাহকে। যিনি কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক পদে ছিলেন। সরানো হয়েছিল মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবকেও। তাঁকেও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ নারায়ণী ব্য়াটেলিয়ানের কমান্ডান্ট পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় মুর্শিদাবাদের পুলিশ সুপার করা হয়েছিল কুমার সানি রাজকে। তিনি রানাঘাট পুলিশ জেলার SP ছিলেন। যদিও, নবান্নর তরফে দাবি, এটা রুটিন বদলি।






















