Murshidabad News: নিজের বাড়িতেই যুবকের গলাকাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য ধুলিয়ানে
ছাদে গলাকাটা অবস্থায় পড়ে মৃতদেহ। ঘরের মেঝেতেও জমে চাপচাপ রক্ত।সাতসকালে নিজের বাড়িতেই যুবককে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদের ধুলিয়ানে।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) ধুলিয়ানে নিজের বাড়িতেই উদ্ধার যুবকের গলাকাটা রক্তাক্ত মৃতদেহ। খুনের অভিযোগ তুলেছেন মৃতের বাবা। তদন্তকারীদের অনুমান, সম্পত্তি নিয়ে অশান্তির জেরেই যুবককে খুন করা হয়েছে। মৃতের দাদাকে আটক করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
যুবকের গলাকাটা দেহ উদ্ধার: ছাদে গলাকাটা অবস্থায় পড়ে মৃতদেহ। ঘরের মেঝেতেও জমে চাপচাপ রক্ত।সাতসকালে নিজের বাড়িতেই যুবককে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদের ধুলিয়ানে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুন যুবক? দাদার হাতেই কি খুন ভাই? মৃত বছর ২৬-এর মন্তাজ আলি মোমিন বিড়ির ব্যবসা করতেন। পরিবারের সঙ্গেই থাকতেন তিনি।পরিবারের দাবি, শুক্রবার সকালে দেখা যায়, বাড়ির গেটের তালা খোলা আছে। সেই সময় মন্তাজের খোঁজ করলে ঘরে তাঁর দেখা মেলেনি। তাঁর ঘরের মেঝেতে পড়ে রয়েছে রক্ত। সন্দেহ হওয়ায় ছাদে গিয়ে দেখা যায়, মৃত অবস্থায় পড়ে রয়েছেন মন্তাজ।
মৃতের বাবা নুর ইসলাম বলেন, “সকালে দেখলাম তালা খোলা। আমি বাইরে গিয়েছিলাম। বাড়ি ফিরে শুনি এই অবস্থা। মার্ডার করে দিয়েছে।’’ পুলিশ সূত্রে খবর,দাদার সঙ্গে বেশ কিছুদিন সম্পত্তি নিয়ে অশান্তি চলছিল মন্তাজের। তদন্তকারীদের অনুমান, তার জেরেই ভাইকে খুন করেছে দাদা। মৃতের দাদা হজরত আলি মোমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
এগরার খাদিকুল বিস্ফোরণকাণ্ডের ৩ দিনের মাথায় মৃত্য়ু হল মূল অভিযুক্ত ভানু বাগের। কটকের রুদ্র হাসপাতালে গতকাল রাত ২ টো ৪০-এ নাগাদ মৃত্য়ু হয় বেআইনি বাজি কারখানার মালিকের। মঙ্গলবার এই ভানুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরকাণ্ডে প্রাণ হারায় ৮ জন। ঝলসে যান ভানুও। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই অবস্থাতেই ছেলে আর ভাইপোর সঙ্গে পাশের রাজ্য ওড়িশায় পালান এগরার বাজি-বাদশা! প্রায় ২৭০ কিলোমিটার দূরে, কটকের রুদ্র হাসপাতালে ভর্তি করা হয় ভানুকে। গতকালই ভানুকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, রাত সাড়ে ১২টায় চিকিৎসকদের নিয়ে সিআইডির টিম যায় স্টেটমেন্ট রেকর্ড করার জন্য়। কিন্তু কথা বলার মতো অবস্থায় ছিলেন না অভিযুক্ত। এর ২ ঘণ্টা পরই মৃত্য়ু হয় ভানুর।
আরও পড়ুন: Sleep vs Work Performance: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস