Murshidabad Waqf Protest : 'কাকুরাই ঘিরে রেখেছে' সামশেরগঞ্জেই মুসলিম প্রতিবেশীদের বুক দিয়ে আগলাচ্ছেন হিন্দুরা
সামশেরগঞ্জের সিংহপাড়ায়, মুসলমান প্রতিবেশীর বা়ড়ি আগলে রাখলেন হিন্দু প্রতিবেশীরা। হিংসা, হানাহানি থেকে অনেক দূরে এই যে সম্প্রীতির পাঠ, এটাই বাংলা।

আবীর দত্ত, মুর্শিদাবাদ: বাংলার ঐতিহ্য হল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কারণ আগুন লাগলে, তা নিজের আর প্রতিবেশীর বাড়ির মধ্যে ফারাক করে না। কোনও ধর্মই হিংসাকে প্রশ্রয় দেয় না। তাই এই চরম দুর্দিনেও দেখা গেল এক মন ভাল করা ছবি। সামশেরগঞ্জের সিংহপাড়ায়, মুসলমান প্রতিবেশীর বা়ড়ি আগলে রাখলেন হিন্দু প্রতিবেশীরা। হিংসা, হানাহানি থেকে অনেক দূরে এই যে সম্প্রীতির পাঠ, এটাই বাংলা।
সম্প্রীতির সিংহপাড়া
সিংহ পাড়া, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের হিন্দু অধ্যুষিত এলাকা। তার মধ্যেই গুটিকতক মুসলিম পরিবারের বাস। কিন্তু, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসার আগুনে যখন জ্বলছে সামশেরগঞ্জ, তারই মধ্যে, মুসলিম প্রতিবেশীদের বুক দিয়ে আগলে রাখলেন হিন্দু প্রতিবেশীরা। মুসলিম সম্প্রদায়ের বাড়ির বাইরে কড়া পাহারায় হিন্দু সম্প্রদায়ের মানুষজন। নৈরাজ্যের মু্র্শিদাবাদে, সম্প্রীতির এক উজ্জ্বল পাঠ পড়ালেন সিংহ পাড়ার বাসিন্দারা।
'কাকুরাই ঘিরে রেখেছে'
সিংহ পাড়ার জুবেইদা মল্লিক বলেছেন, ' কাকুরাই ঘিরে রেখেছে, কোনও সমস্যা নেই আমাদের'। সিংহ পাড়ায় মন্দিরের ঠিক পাশে এই বাড়িতেই থাকেন সাবির মল্লিক ও জুবেইদা মল্লিক। সংশোধিত ওয়াকফ আইনের বিক্ষোভে শুক্রবার থেকে রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদ। হিংসার আগুনে বলি হয় তিন-তিনটে প্রাণ। কিন্তু এই অশান্তির মধ্য়েই প্রতিবেশী সাবির-জুবেইদাদের রক্ষার দায়িত্ব নেন স্বপন-বংশীলালরা ! অশান্তির আগুন বন্ধুত্বকে ছারখার করতে পারেনি।
বাংলার ঐক্যের ঐতিহ্য় ধরে রাখছেন হিন্দুরা
স্বপনকুমার সিংহ বলছেন, 'আমি আছি, আমরা এখানে পাহারা দিয়েছি, যতই গন্ডগোল হোক না কেন ওরা তো এখানেই থাকেন'। মুসলিম প্রতিবেশীদের পাশে দাঁড়িয়ে বাংলার ঐক্যের ঐতিহ্য়ই অটুট রাখলেন সিংহপাড়ার হিন্দু বাসিন্দারা ।
ওয়াকফ আইনের প্রতিবাদ-বিক্ষোভের আগুনে রাতারাতি ঘর হারিয়েছেন কেউ। কেউ আবার সহায়-সম্বল হারিয়েছেন। ধুলিয়ানের লালপুরে শিশু-সন্তান নিয়ে মাঠে ত্রিপল খাটিয়ে আশ্রয় নিয়েছেন অনেকে। সামশেরগঞ্জে আবার থানা থেকে ১০০ মিটার দূরেই রাতের অন্ধকারে হামলা চালানোর অভিযোগ উঠেছে । পাঁচিল টপকে পালাতে হয়েছে দুই মহিলাকে। তারই মধ্যে হিন্দু পাড়ায় এমন ঐক্য-চিত্র।
দুহাজার উনিশ সালে CAA নিয়ে এই মুর্শিদাবাদই অশান্ত হয়ে উঠেছিল। পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তায় বেশ কয়েকদিন ধরে চলেছিল হিংসা। পুড়ে খাক হয়ে গেছিল কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি। এবার ওয়াকফ নিয়ে কার্যত সেই একই ছবি। তবে তার মধ্যেই এই ছবি মন ভাল করে।






















