Humayun Kabir : 'আমার কাছে দল আগে নয়, শুভেন্দুর গাড়ি রেজিনগর ক্রস করতে দেব না'. হুঙ্কার হুমায়ুনের
Suvendu Adhikari: সোমবার বিধানসভার বাইরে তৃণমূলের মুসলিম বিধায়কদের নিয়ে মন্তব্য করেন বিরোধী দলনেতা।

রাজীব চৌধুরী, ভরতপুর : 'আমার কাছে দল আগে নয়।' শোকজের জবাবেও হুঙ্কার হুমায়ুন কবীরের। এক পাতার শোকজে দুই পাতার জবাব ভরতপুরের তৃণমূল বিধায়কের। 'তৃণমূল সম্বন্ধে এমন কোনও কথা বিধানসভার ভেতরে বা বাইরে বলিনি। কিন্তু, আমাকে জাতিগতভাবে আক্রমণ করা হয়েছে।' নিজের অবস্থানে অনড় মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক।
কী বললেন হুমায়ুন ?
ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, "আমাদের শৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য , রাজ্যের কৃষিমন্ত্রী এবং পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আমাকে রাত সাড়ে ৮টা নাগাদ একটা ফোন করেন। তার আগেই উনি আমার হোয়াটসঅ্যাপে একটা শো-কজ লেটার পাঠিয়েছিলেন। ১১ তারিখে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলি এবং ৭২ ঘণ্টা সময় দিই তাঁকে। যে, আপনি যে কথা বলেছেন মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে বা মুসলিম বিধায়কদের টার্গেট করে, সেই কথা থেকে আপনি সরে আসুন। ৭২ ঘণ্টার মধ্যে যদি আপনি সরে আসেন তাহলে কোনও সমস্যা নেই। কিন্তু, ১২ তারিখে তিনি আবার বলেন, এটি বলেছি...আমরা '২৬-এ ক্ষমতায় আসব। করে দেখাব। আমি তার পরিপ্রেক্ষিতে বলেছি, তৃণমূল সম্বন্ধে এমন কোনও কথা বিধানসভার ভেতরে বা বাইরে বলিনি। কিন্তু, আমাকে জাতিগতভাবে আক্রমণ করা হয়েছে...শুভেন্দু। তাই সেক্ষেত্রে আমি এটাই বলেছি, যে আমার কাছে দল আগে না। আগে আমার জাতির সত্ত্বা। তারপরে আমার দলের সিদ্ধান্ত সম্মান করা। সেই জায়গায় আমি অটুট আছি। সেই প্রসঙ্গেই ৩১ সেকেন্ডের ভিডিও ক্লিপ দেওয়া হয়েছে এবং যে কয়েক লাইন শো-কজের চিঠির সারমর্ম সেটাই বলা হয়েছে। সেটার মতোই উত্তর দিয়েছি।"
দল ব্যবস্থা নিলে কী করবেন ?
এই প্রশ্নের উত্তরে হুমায়ুনের বক্তব্য, "যখন ব্যবস্থা নেবেন বা কোনও সিদ্ধান্ত হবে তখন আপনারাও জানতে পারবেন। আমাকেও নিশ্চয়ই জানাবে। তখন আমি সে ব্যাপারে মন্তব্য করব। তার আগে নয়।"
শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে ঢুকলে ৫০ হাজার মানুষ নিয়ে আটকে দেব...কেন বলছেন ?
উত্তরে তৃণমূল বিধায়ক বলেন, "একদম। এখনও অনড় এবং ভবিষ্যতেও অনড় থাকব। এক্ষেত্রে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে আমার দলের কোনও সহকারী বিধায়কদের সমর্থক নিয়ে বা দলের ক্ষমতা প্রয়োগ করে আমি করব না। মুর্শিদাাদের আমজনতা, মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের ৭২ শতাংশ বসবাস করে। সেই সম্প্রদায়কে তিনি যাচ্ছেতাই ভাবে অসম্মান করেছেন। তাঁদের আহত করেছেন। তাঁদের জাতিগতভাবে ...মুসলিম হওয়ার জন্য তিনি এভাবে আক্রমণ করবেন...আর মুর্শিদাবাদের মাটিতে তিনি বিচরণ করে বেড়াবেন...এটা আমি তাঁকে কোনও মতেই করতে দেব না। এটা প্রতিরোধ করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় যাবে। কিন্তু, শুভেন্দুর গাড়ি আমি রেজিনগর ক্রস করতে দেব না।"
প্রেক্ষাপট
সোমবার বিধানসভার বাইরে তৃণমূলের মুসলিম বিধায়কদের নিয়ে মন্তব্য করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, "বিমান বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব, আর ওদের (তৃণমূল) যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব।" পাল্টা ঠুসো দেওয়ার কথা শোনা গেছিল হুমায়ুন কবীরের গলায়! বিরোধী দলনেতাকে তাঁর মন্তব্য প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন হুমায়ুন কবীর। এই আবহেই তাঁকে শোকজ করে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
