![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Murshidabad Weather: আজ বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, বরং গরম কিছুটা বাড়বে জেলায়
Murshidabad Weather Today: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।
![Murshidabad Weather: আজ বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, বরং গরম কিছুটা বাড়বে জেলায় Murshidabad Weather updates partly cloudy sky little possibilities of rainfall on September 27 2023 Murshidabad Weather: আজ বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, বরং গরম কিছুটা বাড়বে জেলায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/27/2083e949ed3d4e6489d8e3a022e262451695754549709338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বহরমপুর: বর্ষা দেরিতে ঢুকলেও, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েও বৃষ্টি হয়ে চলেছে। শারদীয়ার আগেও অব্য়াহত বর্ষণ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ মুর্শিদাবাদ জেলায় (Weather update)। তাপমাত্রা বরং কিছুটা বাডডবে। হাওয়াও বইবে জোরে।
সেপ্টেম্বর মাসের শেষ দিকেও সময়েও গরমের চোখরাঙানি বজায় রয়েছে। তবে তুলনামূলক তা কিছুটা কমই। বুধবার বৃষ্টির সম্ভাবনা তেমন নেই মুর্শিদাবাদ জেলায় (Murshidabad Weather) । আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে এবং তা ৩০ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে জানা গিয়েছে।
আজ বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ মুর্শিদাবাদ জেলায়
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার মুর্শিদাবাদ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রা খানিকটা বাড়বে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। ১০ থেকে ১৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। (District Weather Updates)। এদিন বৃষ্টি নাও হতে পারে
বুধবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে বেলার দিকে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৭৭ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৮৯ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। তবে বৃষ্টি হলে মিলবে স্বস্তি।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩৩ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৭ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৯৩ শতাংশ
সামগ্রিক আবহাওয়া-আজ বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ
সূর্যোদয়- সকাল ৫টা বেজে ২৭ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টা বেজে ২৮ মিনিট
আরও পড়ুন: CV Ananda Bose: ধনকড়ের পথেই রাজ্যপাল বোস, স্পিকারকে বাদ দিয়ে চিঠি ডেপুটিকে, শপথ ঘিরে চরমে সংঘাত
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এমনিতে সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টির দেখা মেলে না সেভাবে, যদি না প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সাগরে। কিন্তু এবারে সেপ্টেম্বর শেষ হতে চললেও, বৃষ্টি অব্য়াহত রয়েছে। যদিও বৃষ্টির জেরে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন সকলে। তীব্র গরম নেই, হাওয়াও দিচ্ছে ভাল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)