Nababarsha 2025:নববর্ষের সকালে তমলুকে শোভাযাত্রায় শুভেন্দু ! 'সবাই রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন..'
Suvendu On Nababarsha 2025: শোভাযাত্রায় শুভেন্দু, চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত হবে শোভাযাত্রা

পূর্ব মেদিনীপুর: আজ পয়লা বৈশাখ। নববর্ষের সকালে তমলুকে শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী। চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত হবে শোভাযাত্রা। নববর্ষে শুভেন্দুর হাতে 'হাল ফেরানোর খাতা'। 'সবাই নিজেদের হাল ফেরানোর সঙ্গে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন', এই রাজ্য বেহাল, তমলুকে নববর্ষের মিছিল থেকে তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দুর। বর্গভীমা মন্দিরে 'হাল ফেরানোর খাতায়' সিঁদুর লাগালেন শুভেন্দু।
আরও পড়ুন, নিঃশব্দে এসে দাঁড়াল ট্যাঙ্কার হুগলির পোলবায়, দুধে মেশানো হল জল ও ক্যামিকেল !..
তৃণমূলকে নিশানা করে পয়লা বৈশাখে পথে বিজেপি
অপরদিকে, তৃণমূলকে নিশানা করে পয়লা বৈশাখে পথে বিজেপি। সাংস্কৃতিকসেলের তরফে নববর্ষের শোভাযাত্রায় চমক। ট্যাবলোতে উঠে এসেছে DA থেকে শুরু করে RG কর-কাণ্ড এবং ২৬ হাজার চাকরি বাতিলের প্রসঙ্গ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত যাবে বিজেপির এই শোভাযাত্রা।সামিল হয়েছেন দিলীপ ঘোষ। নববর্ষের সকালে রবীন্দ্রসঙ্গীতের বদলে বোমা-গুলির শব্দ, কটাক্ষ প্রাক্তন বিজেপি সাংসদের।
'গানের সুরটা বেসুরো হয়ে গেল'
এদিন পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন,' বাংলা দিবসে সকল নাগরিককে জানাই শুভনন্দন। ছোটছোট ভাইবোনদের জানাই শুভেচ্ছা। আরও বিকশিত হোক, রাজ্যের ঐতিহ্যময় সংষ্কৃতি। আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভাতৃত্ববন্ধন।' এরপরেই শুভেন্দু তীব্র কটাক্ষ করে লেখেন,' রাজ্যে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে আপনিও গান গাইবেন, সেটাই স্বাভাবিক। তবে গানের সুরটা বেসুরো হয়ে গেল !' বিরোধী দলনেতার সংযোজন, নাগরিকদের শুভনন্দন জানানোর আগে, যে সকল বরাহ-নন্দন দাঙ্গা করছে, সরকারি সম্পত্তি পোড়াচ্ছে, খুন করছে, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলে, রাজ্যে নাগরিকরা নিজেদের সরক্ষিত মনে করত।'
আজ পয়লা বৈশাখ
আজ পয়লা বৈশাখ। ১৪৩১-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩২। নতুন পোশাক, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতার আয়োজন করা হয়েছে। সঙ্গে শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান আর জমজমাট আড্ডা। নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা। প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া নতুন বছরের আনন্দ। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, সকাল থেকে মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















