Police Officer Injured: ফাটেনি রেটিনা, এখনও জমাট বেঁধে রক্ত, কেমন আছেন নবান্ন অভিযানে আহত পুলিশকর্মী?
Kolkata News: হাওড়া থেকে কলকাতা। 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার রণক্ষেত্র ওঠে হুগলি নদীর দুই পাড়।
কলকাতা: 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানে গুরুতর চোট পাওয়া পুলিশকর্মীর চোখের দৃষ্টি ধীরে ধীরে ফিরছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, ফাটেনি রেটিনা। এদিন আহত পুলিশকর্মীতে দেখতে হাসপাতালে যান মুখ্যসচিব।
হাওড়া থেকে কলকাতা। 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার রণক্ষেত্র ওঠে হুগলি নদীর দুই পাড়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে আন্দোলনকারীদের। লাঠি, কাঁদানে গ্য়াস, জলকামানের মুখেও ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের আটকাতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক লাঠি চালায় পুলিশ। বিক্ষোভকারদের ছোড়া ইটের আঘাতে রক্তাক্ত হন কয়েকজন পুলিশকর্মী। চোখে গুরুতর চোট পেয়েছেন কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সাইবার সেলের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর, তাঁদের গাড়ি লক্ষ্য করে আচমকা ইট ছোড়া শুরু হয়। একটি ইট সরাসরি দেবাশিসের চোখে লাগে। চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করানো হয় বাইপাসের ধারের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, ধীরে ধীরে আঘাত পাওয়া চোখের দৃষ্টি ফিরছে। রেটিনা ফেটে যায়নি। শঙ্কর নেত্রালয়ের জনসংযোগ আধিকারিক জানান, "ওঁর মাল্টিপ্যাল সার্জারি হয়েছে। গত দুদিনে ওঁর দৃষ্টি ধীরে ধীরে ফিরছে। হাতের নাড়াচাড়া বুঝতে পারছেন। চোখে আলো পড়লে বুঝতে পারছেন। যেটা আগে ছিল না। আরও দু সপ্তাহ পর্যবেক্ষণ করতে হবে। একটা রক্ত জমাট বেঁধে করতে রয়েছে এখনও। সেটা আশা করা যায় দু সপ্তাহে সেটা অনেকটা কমবে। যদি সেটা না কমে তখন চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন কী করবেন।''
এদিকে নবান্ন অভিযানে অশান্তির ঘটনায় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আরও এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। প্রবীর নামের ওই ছাত্রনেতাকে গতকাল রাতে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। ধৃতের বিরুদ্ধে অবৈধ জমায়েতের জন্য অপরাধমূলক ষড়যন্ত্র, খুনের উদ্দেশ্য নিয়ে কর্তব্যরত পুলিশকর্মীর উপর হামলা, সরকারি সম্পত্তিতে অগ্নি সংযোগ ও তা নষ্ট করা, এমন একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে নবান্ন অভিযানের অন্যতম আয়োজক ছাত্রনেতা সায়ন লাহিড়িকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের প্রকাশ করা ভিডিওতে শহরের একটি পাঁচতারা হোটেলে ঢুকতে দেখা যায় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়িকে। সেখানে তিনি কোনও রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছিলেন বলে দাবি করে পুলিশ। লালবাজার সূত্রে দাবি, নবান্ন অভিযানকাণ্ডে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Malda Medical College: মালদা মেডিক্যাল কলেজে বিক্ষোভ, ফিরতে হল অরুণাভ দত্ত চৌধুরীকে