Nabanna Abhijan Protest Rally Live Updates: বনধকে বেআইনি ঘোষণা করতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
Nabanna Abhijan Protest Rally Live Updates : পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযানের আগেই নবান্নের সামনে তুলকালাম। ধাক্কা দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চকে সরাল পুলিশ।
LIVE
Background
কলকাতা : বুধবার বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধকে বেআইনি ঘোষণা করতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
জলকামান ও কাঁদানে গ্যাসের মধ্যেও থামল না প্রতিবাদ। ছাত্র সমাজের অভিযানে ধুন্ধুমার।
বুধবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। এই বনধ মানা হবে না বলে জানিয়ে দেওয়া হল নবান্নের তরফে।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে গ্রেফতার হয়েছে মোট ১২৬ জন। তার মধ্যে ১০৩ জন পুরুষ ও ২৩ জন মহিলা। এই অভিযানে জখম হয়েছেন ১৫ জন পুলিশ কর্মী। জানানো হল কলকাতা পুলিশের তরফে।
পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত একাধিক আন্দোলনকারী, জখম চণ্ডীতলা থানার সার্কেল ইন্সপেক্টর।
বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দু অধিকারীর। এপ্রসঙ্গে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন মমতা বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সুপারিশ করুন রাজ্যপাল। ভোট দিয়ে মানুষ পছন্দের সরকার ঠিক করুন।"
নবান্ন অভিযানে যোগ দেওয়া ২৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানালেন সুপ্রতিম সরকার।
বিজেপির লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের ছোঁড়া টিয়ার গ্যাসে অসুস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
নবান্ন অভিযান শেষ হতে না হতেই লালবাজার অভিযান বিজেপির। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপির নেতা-কর্মীরা।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, বুধবার ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক বিজেপির।
"পুজোর আগে বনধ ডেকে রাজ্যের অর্থনীতির ক্ষতি করার চক্রান্ত হচ্ছে", অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের। প্ররোচনামূলক রাজনীতির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
"আগামীকাল বাংলা বনধ হবে না। বিজেপির প্রস্তাবিত বাংলা বনধ রুখতে সবরকম ব্যবস্থা নেবে সরকার।", জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। লালবাজারের পথে মিছিল বিজেপির।
বাবুঘাটে পুলিশের বাইকে আগুন লাগাল বিক্ষোভকারীরা। কাঁদানে গ্যাস চার্জ করল পুলিশ।
নতুন করে তৈরি উত্তেজনা। বিভিন্ন জায়গায় ভাঙা হল ব্যারিকেড। অভিযান থামাতে ব্যাপক লাঠিচার্জ পুলিশের। পুলিশের বাধার মুখে পাথরবৃষ্টি বিক্ষোভকারীদের।
ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্রে রাজপথ। একাধিক জায়গায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিক্ষোভকারীদের।
রাস্তার উপর ফেলে রাখা গার্ডরেল ভেঙে নবান্নমুখী জনতা। পুলিশি বাধার মধ্যেও প্রতিবাদে সরব মহিলারা।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান। কিন্তু সেই অভিযানকে বেআইনি, অবৈধ বলে, কর্মসূচির অনুমতি দিল না পুলিশ। তৃণমূলের মতোই, আন্দোলনের নামে দুষ্কৃতী ঢুকিয়ে হিংসার চক্রান্ত দেখছে পুলিশও। ভিডিও প্রকাশ করে পুলিশ দাবি করছে, রবিবার সকালে, হায়াত রিজেন্সিতে এক নেতার সঙ্গে বৈঠক করেছেন এই সংগঠনের এক প্রতিনিধি।
মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে তৃণমূলের সুর আর পুলিশের দাবি কার্যত মিলেমিশে এক হয়ে গেছে। ভিডিও প্রকাশ করে রাজ্য় পুলিশ দাবি করেছে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে এই সংগঠনের এক সদস্য় রবিবার একটি পাঁচতারা হোটেলে এক রাজনীতিবিদের সঙ্গে দেখা করেছেন।
আর জি করকাণ্ডের প্রতিবাদ। মুখ্য়মন্ত্রীর পদত্য়াগের দাবিতে নবান্ন অভিযানের ডাক 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের'।
Nabanna Abhijan Protest March Live Updates : ২ দিন পুলিশের দুই ভূমিকা নিয়ে বিতর্ক
১৪ অগাস্ট রাতে আরজি কর হাসপাতালে দুষ্কৃতীদের হামলা আর মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে আটকাতে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
Nabanna Abhijan Protest Rally Live Updates: বিজেপির লালবাজার অভিযান ঘিরে তুলকালাম
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের গ্রেফতার প্রতিনিধিদের মুক্তির দাবিতে মঙ্গলবার বিকেলে লালবাজার অভিযান করা হয়ে বিজেপির তরফে।
Nabanna Abhijan Protest March Live Updates : বনধকে বেআইনি ঘোষণা করতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
বুধবার বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধকে বেআইনি ঘোষণা করতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
Nabanna Abhijan Protest Rally Live Updates: জলকামান ও কাঁদানে গ্যাসের মধ্যেও থামল না প্রতিবাদ
জলকামান ও কাঁদানে গ্যাসের মধ্যেও থামল না প্রতিবাদ। ছাত্র সমাজের অভিযানে ধুন্ধুমার।
Nabanna Abhijan Protest March Live Updates : বিজেপির প্রস্তাবিত বনধ মানা হবে না, জানাল নবান্ন
বুধবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। এই বনধ মানা হবে না বলে জানিয়ে দেওয়া হল নবান্নের তরফে।