Nabanna Abhijan: কলকাতায় আসছেন কালীগঞ্জে নিহত তামান্না খাতুনের মা-বাবা, পলাশি স্টেশনে, ট্রেনে যাত্রীদের রাখীও পরালেন তিনি
Nabanna Abhijan News: 'একবছর পার, অভয়াও বিচার পায়নি, আমার মেয়েও বিচার পায়নি', প্রতিবাদেই পথে নামা, জানিয়েছেন বোমায় নিহত চতুর্থ শ্রেণির ছাত্রীর মা-বাবা।

Nabanna Abhijan: RG কর-কাণ্ডের প্রতিবাদে অভয়া মঞ্চের ডাকে ‘কালীঘাট চলো’। অভিযানে যোগ দিতে রওনা কালীগঞ্জের নিহত তামান্না খাতুনের মা-বাবার। স্টেশন চত্বরে-ট্রেনের মধ্যে সহযাত্রীদের হাতে রাখি পরালেন তামান্নার মা। 'একবছর পার, অভয়াও বিচার পায়নি, আমার মেয়েও বিচার পায়নি', প্রতিবাদেই পথে নামা, জানিয়েছেন বোমায় নিহত চতুর্থ শ্রেণির ছাত্রীর মা-বাবা। আজ সকালে পলাশি স্টেশন থেকে ট্রেনে চড়ে কলকাতা রওনা দিয়েছেন তাঁরা।
আরজি কর কাণ্ডের এক বছর পূর্ণ হয়েছে। আজও বিচারের দাবিতে চলছে প্রতিবাদ। সেই প্রতিবাদে শামিল হতেই আসছেন কালীগঞ্জের নিহত বালিকার মা-বাবা। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমায় নিহত হয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুন। শাসক দলের দিকেই প্রথম থেকে অভিযোগ করেছিলেন, তামান্নার পরিবার। এই ঘটনায় গ্রেফতারও হয়েছে কয়েকজন। তবে ঘটনার বেশ অনেকদিন পর গ্রেফতার হয়েছিল অভিযুক্তরা। আর এই সময়ের মধ্যেও তামান্নার পরিবার বারংবার অভিযোগ করেছেন যে, অভিযুক্তদের তরফেই এসেছে হুমকি, হুঁশিয়ারি, এমনকি প্রাণে মেলে ফেলার ভয় দেখানো হয়েছে। এখানেই শেষ নয়, যাঁরা তামান্নার ঘটনার প্রতিবাদ করেছেন, তাঁদেরকেও ক্রমাগত হুমকি দেওয়া হয়েছে।
বিচারের দাবিতে অভয়া রাতের পর এবার নবান্ন চলো। বিচারের দাবিতে নবান্ন চলো, আটকাতে পুলিশের বজ্রআঁটুনি। নবান্ন চলো অভিযানে অভয়ার পরিবার, থাকছেন শুভেন্দু অধিকারী। আজ বিকেলেই অভয়া মঞ্চের ডাকে কালীঘাট চলো অভিযান। হাওড়া ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ শুরু করল পুলিশ। বন্ধ করে দেওয়া হল বাস চলাচল। অগত্যা হেঁটেই হাওড়া ব্রিজ পেরোচ্ছেন অফিসযাত্রীরা। গড়িয়াহাটে অভয়ামঞ্চের তরফে পালিত হল দ্রোহের রাখিবন্ধন গড়িয়াহাটে পালিত হল রাখিবন্ধন। আর জি করকাণ্ডের বিচার চেয়ে পথচারী, পুলিশ -সবাইকেই পরানো হল রাখি। বন্ধ করে দেওয়া হয়েছে দ্বিতীয় হুগলি সেতু। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন গাড়ি চালকরা।
'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভয় পেয়েছেন। আমরা তো অস্ত্র নিয়ে যাচ্ছি না, আমরা বিচারের দাবিতে যাচ্ছি। উনি ভয় পেয়েছেন, আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে থ্রেট কালচার চালু করেছেন। বিচারের দাবিতে আমাদের লড়াই চলতেই থাকবে। সিবিআই বলছে সঞ্জয় রায় একাই দোষী। আমরা বলেছি, দেশের ১৪০ কোটি মানুষকে যদি বিশ্বাস করাতে পারেন তাহলে আমরা মেনে নেব,' নবান্ন অভিযানের আগে বিস্ফোরক অভয়ার মা।
'রাস্তায় দেখা হলেও এলাকার মানুষজন কথা বলে না। বাজারের কিছু জিনিস কিনতে গেলে বিক্রেতা ১০ বার চিন্তা করে। এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল। একঘরে করে দেওয়ার মতো পরিস্থিতি করেছে তৃণমূল। নবান্ন অভিযানের আগে ফের বিস্ফোরক অভয়ার পরিবার। মানুষের আন্দোলনের সামনে সব ব্যারিকেড উড়ে যাবে। নবান্ন অভিযানে অসুবিধা না হলে, আমরা কালীঘাট চলো অভিযানে যাব। প্রথম থেকে যাঁরা আন্দোলনে যুক্ত তাঁদের নোটিস পাঠানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে,' নবান্ন অভিযানের আগে ফের বিস্ফোরক অভয়ার বাবার।






















