Police Attacked : ফের আক্রান্ত পুলিশ, গরু চোর সন্দেহে মারধরের সময় অভিযুক্তকে উদ্ধার করতে গিয়ে আক্রমণের মুখে
Nadia News : ‘এলাকা থেকে বেরনোর সময় পুলিশের গাড়ির ধাক্কায় কিশোরের মৃত্যু’, পাল্টা অভিযোগ গ্রামবাসীদের।
নদিয়া : ফের আক্রান্ত পুলিশ, এবার নদিয়ার (Nadia) ধানতলায়। গরু চোর সন্দেহে মারধরকে কেন্দ্র করে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ। অভিযুক্তকে উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ, গাড়ি ভাঙচুর। ‘এলাকা থেকে বেরনোর সময় পুলিশের গাড়ির ধাক্কায় কিশোরের মৃত্যু’, পাল্টা অভিযোগ গ্রামবাসীদের। অন্ধকারে বেরোনোর সময় গাড়ির ধাক্কায় ২ জন আহত, পাল্টা দাবি পুলিশের (Police)।
গত কয়েকমাসে রাজ্যজুড়ে একাধিক জায়গায় বারবার আক্রান্ত হয়েছে পুলিশ। সেই ধারায় এবার যোগ হল নদিয়া। অশান্তির খবর পেয়ে গ্রামে গেছিল পুলিশ। সেই পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়েই ১৫ বছরের নিরীহ স্কুলছাত্রের মৃত্য়ুর অভিযোগ উঠল। তারপর ভাঙচুর করা হল পুলিশের গাড়ি। আর এসব নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হল নদিয়ার ধানতলায়।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া, ধানতলার কুলগাছি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই তাঁদের এলাকা থেকে গরু চুরি হয়ে যাচ্ছে। এরপরই সন্দেহবশত পাশের গ্রামের বাসিন্দা, এক যুবক ও তাঁর বাবাকে ডেকে পাঠানো হয়। সোমবার রাত সাড়ে ৮ টা নাগাদ গ্রামে সালিশি সভা বসানো হয়। গ্রামবাসীদের দাবি, ওই যুবক না এলেও, তাঁর বাবা আসেন। সালিশি সভায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
অশান্তির খবর পেয়ে, আধঘণ্টার মধ্য়ে গ্রামে আসে ধানতলা থানার পুলিশ। পুলিশ প্রহৃত ব্য়ক্তিকে থানায় নিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা বাধা দেয় বলে দাবি। কয়েকজন পুলিশের গাড়ির সামনে পথ আটকায় অভিযোগ, সেই সময়, ৩ গ্রামবাসীকে ধাক্কা মেরে চলে যায় পুলিশের গাড়ি। গাড়ির তলায় পিষে যায় ১৫ বছরের এক কিশোর গুরুতর জখম অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ১৫ বছরের আকাশ রায়কে বাঁচানো যায়নি। রানাঘাট হাসপাতালে ভর্তি রয়েছেন বাকি দুই আহত যুবক।
আরও পড়ুন- “এ তো লোক ঠকানো! আগেও বলেছিলাম, লাভ হয়নি”, তৃণমূলে বায়রনের অন্তর্ভুক্তিতে অখুশি চিরঞ্জিৎ
অভিযোগ, এরপর পুলিশের গাড়িতে হামলা চালায় গ্রামবাসীরা। ভেঙে দেওয়া হয় গাড়ির পিছনের কাচ ভাঙচুর চালানো হয় উইন্ড স্ক্রিনেও। পুলিশ সূত্রে দাবি, গ্রামবাসীদের হামলায় জখম হন ধানতলা থানার SI ও ২ কনস্টেবল। SI ও এক কনস্টেবল হাসপাতালে ভর্তি রয়েছেন রানাঘাটের এক বেসরকারি হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, গ্রামবাসীদের মারধরে অসুস্থ হয়ে পড়েছেন গরু চোর সন্দেহে অভিযুক্তর বাবা। তাঁকে ভর্তি করা হয়েছে আড়ংঘাটা সব্দালপুর প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে।
আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা