Nadia News: রান্নাঘরে করছিলেন রান্না, বোমার আঘাতে গুরুতর জখম নদিয়ার গৃহবধূ
Nadia Housewife Injured: রান্নাঘরে রান্নার মাঝেই নিক্ষেপ করার বোমা ফেটে গুরুতর জখম নদিয়ার গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ধুবুলিয়ার বেলপুকুরে।
প্রদ্যোৎ সরকার, নদিয়া: বোমা ফেটে গুরুতর জখম হলেন এক গৃহবধূ (Housewife)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ধুবুলিয়ার (Dhubulia) বেলপুকুরে। আহত ওই গৃহবধূর নাম অপর্ণা ঘোষ (Aparna Ghosh)। তাঁর বাড়ি বেলপুকুর ঘোষপাড়া। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে থেকে ফের স্থানান্তর করা হয়।
ঘটনা প্রথমে শুনলে হঠাৎ গ্যাংস অব ওয়াসিপুরের সিন মনে পড়ে যেতে পারে। 'শাস ভি কভি বহু থি', দেখছিল গোটা পরিবার । এমনসময় হামলা চালায় শত্রুপক্ষ ছবিতে মনোজ বাজপেয়ির পরিবারকে। তবে সিনেমার সঙ্গে বাস্তবের কোনও মিলই নেই। কিন্তু অনেকটা এমনই ভয়াবহ মর্মান্তিক ঘটনাই ঘটে গেল নদিয়া জেলায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে বাড়িতে তখন সবাই টিভি (TV) দেখছিল। ওই মহিলা রান্না ঘরে রান্না করছিলেন। সেই অবস্থায় কে বা কারা তাঁকে লক্ষ্য করে বোমা (Bomb) ছোড়েন। এরফলে গুরুতর জখম (Seriously Injured) হন ওই মহিলা। তাঁকে উদ্ধার করে প্রথমে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে (Dhubulia Gramin Hospital) নিয়ে যায়। পরে সেখানে থেকে শক্তিনগর জেলা হাসপাতালে (Sakti Nagar District Hospital) স্থানান্তর করা হয়।
পঞ্চায়েত ভোটের ( Panchayet Election ) আগে আবারও বোমায় রক্তাক্ত হয় সম্প্রতি মুর্শিদাবাদ ( Murshidabad )। লালগোলার নয়াগ্রামে বোমা ফেটে জখম হয় চার বছরের শিশু। এর আগেও সাম্প্রতিক কালে জেলায় জেলায় বোমায় জখম হয়েছে শিশুরা। ঘটেছে প্রাণহানিও। আবারও পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত জেলা। জানা গিয়েছে, মিয়াপুর গ্রামের বাসিন্দা মতিফুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে পড়েছিল বোমা। তাঁর স্ত্রী ঝাড়ু দিতে গেলে একটি বোমা ফেটে যায়। বিস্ফোরণে আহত হয় তাঁর ৪ বছরের ছেলে। বোমা মজুত করে রাখা হয়েছিল? নাকি কেউ ফেলে রেখে গিয়েছিল? খতিয়ে দেখছে লালগোলা থানার পুলিশ। ২০২২ এর শেষের দিকে বিভিন্ন জেলায় বোমার আঘাতে আক্রান্ত হয় শৈশব। হয় মৃত্যুও । বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি, বোমায় রক্তাক্ত হয় শৈশব।
আরও পড়ুন, ‘চারপাশে এত দুর্বৃত্ত, একা সামলাতে পারছেন না দিদি’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতির
বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয় এক কিশোর। চলতি বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার হতে হচ্ছে নাবালকদের। নতুন বছরের শুরুতেই কোচবিহারের মাথাভাঙায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় ৯ বছরের বালক। আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি, বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয় এক কিশোর। এর আগে ১৭ নভেম্বর, টিটাগড়েই স্কুল চলাকালীন, স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।