Nadia News: ভাগীরথীর ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন শান্তিপুরের বাসিন্দারা
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ভাঙনের ঘটনা আজকের নয়। দীর্ঘদিন ধরে শান্তিপুরের বিভিন্ন একালা ভাঙন কবলিত। ভাঙন সমস্যা স্থায়ী সমাধান না হলে নতুন করে ফের ভাঙন দেখা দিতে পারে।
সুজিত মণ্ডল, নদিয়া : ফের ভাগীরথীর আতঙ্কে দিন কাটাচ্ছে শান্তিপুর (Shantipur)। নদিয়ার (Nadia) শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তীরবর্তী এলাকায় নতুন করে দেখা দিয়েছে ভাঙনের আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ভাগীরথীর জল নামতে শুরু করতেই তীর বরাবর বিরাট ফাটল দেখা দিয়েছে। আর এর জেরেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ১৬ নম্বর এয়ার্ডের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ভাঙনের ঘটনা আজকের নয়। দীর্ঘদিন ধরে শান্তিপুরের বিভিন্ন একালা ভাঙন কবলিত। ভাঙন সমস্যা স্থায়ী সমাধান না হলে নতুন করে ফের ভাঙন দেখা দিতে পারে। আর নতুন করে ভাঙন শুরু হলে বিরাট ক্ষতির মুখে পড়তে হবে বাসিন্দাদের। তাঁরা অভিযোগ জানাচ্ছেন যে, ১৬ নম্বর ওয়ার্ডে রয়েছে পৌরসভার জল প্রকল্পের পাম্পিং স্টেশন। সেখানেও বড় ফাটল দেখা দিয়েছে। নতুন করে এই এলাকায় ভাঙন শুরু হলে ক্ষতির মুখে পড়তে পারে পাম্পিং স্টেশনটিও। যার ফলে পৌরসভার জল সরবরাহে ব্যাপক সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে পাশেই রয়েছে শিশু উদ্যান। এছাড়া রয়েছে একমাত্র যোগাযোগের মূল পাকা রাস্তা। ভাঙন এলাকা থেকে মূল রাস্তার দূরত্ব মাত্র কয়েক মিটার। ফলে ভাঙন দেখা দিলে নানারকমভাবে সমস্যায় পড়তে হবে এলাকার বাসিন্দাদের।
আরও পড়ুন - WB School Reopening: কোথাও শিফটে, কোথাও অনলাইন-অফলাইনে ক্লাস, রাজ্যে মঙ্গলবার থেকে খুলছে বেসরকারি স্কুলও
পৌরসভার পক্ষ থেকে অবশ্য দাবী করা হয়েছে যে, ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে গিয়েছেন এলাকার বিধায়ক। বিষয়টি তিনি বিধানসভায় উত্থাপন করবেন বলে আশ্বাসও দিয়েছেন। এর পাশাপাসি সেচ দফতরের পক্ষ থেকেই ইতিমধ্যেই অর্থ মঞ্জুর করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, সদ্যই গিয়েছে উপ নির্বাচন। তার কারণেই কিছুদিন কাজ করা যায়নি।