এক্সপ্লোর
Nadia News: প্রাতঃভ্রমণে বেরোনো পথচারীদেরকেই টার্গেট, চোখে লঙ্কার গুড়ো ছড়িয়ে ছিনতাই নদিয়ায় !
Nadia Theft Incident: চোখে লঙ্কার গুড়ো ছড়িয়েও শেষ রক্ষা হল না এবার, পুলিশের জালে ছিনতাইকারী

প্রাতঃভ্রমণে বেরোনো পথচারীদেরকেই টার্গেট, চোখে লঙ্কার গুড়ো ছড়িয়ে ছিনতাই নদিয়ায় !
Source : ABP ANANDA
সুজিত মণ্ডল, নদিয়া: চোখে লঙ্কার গুড়ো ছড়িয়ে ছিনতাই। প্রাতঃভ্রমণে বেরোনো লোকজনকেই টার্গেট করত দুষ্কৃতীরা। গ্রেফতার দুই ছিনতাইকারী।উদ্ধার নম্বর প্লেট ছাড়া বাইক, লঙ্কার গুড়ো, সোনার হার ও একটি ইমিটেশন হার।
নদিয়ার কল্যাণী থানার অ্যান্টি ক্রাইম টিমের অভিযানে দুই দুষ্কৃতীকে গ্রেফতার। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গা ও হালিশহর।
ধৃত দুজনের নাম আহিদ মণ্ডল ও সুখেন মণ্ডল। গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা কল্যাণী শহরে ঘটছিল। তদন্তে নেমে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল। সেই অভিযানেই গত ১৫ জুন ভোরবেলা নাটকীয়ভাবে কল্যাণী বুদ্ধপার্ক থেকে দুজনকে গ্রেফতার করে।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















