Nadia News: ‘শান্তিপুর থাক নদিয়াতেই’, জেলাভাগের ঘোষণা হতেই মাথাচাড়া দিচ্ছে বিক্ষোভ
WB News Districts: সোমবার দুপুরে রাজ্যে জেলার সংখ্য়া ২৩ থেকে বাড়িয়ে ৩০ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সুজিত মণ্ডল, নদিয়া: রাজ্যে জেলার সংখ্যা বাড়ানো হচ্ছে বলে ঘোষণা হয়েছে সম্প্রতিই (West Bengal New Districts)। আর তা নিয়েই বিক্ষোভ মাথাচাড়া দিচ্ছে নদিয়ায়। শান্তিপুরকে নদিয়ার অন্তর্ভুক্তই করে রাখতে হবে বলে দাবি তুলছেন জেলার বাসিন্দারা। তা নিয়ে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হয়েছেন সকলে। তাঁদের সাফ বক্তব্য, শান্তিপুরকে (Shantipur News) নদিয়া থেকে আলাদা করা যাবে না (Nadia News)।
নদিয়া ভাগের বিরোধিতায় বিক্ষোভ
সোমবার দুপুরে রাজ্যে জেলার সংখ্য়া ২৩ থেকে বাড়িয়ে ৩০ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন যে সাতটি জেলা তৈরির কথা জানানো হয়েছে, তার মধ্যে নদিয়াকে ভেঙে, নতুন জেলা রানাঘাট তৈরির কথা বলা হয়েছে। শান্তিপুরেক নদিয়া থেকে আলাদা করে রানাঘাটের অন্তর্ভুক্ত করা হতে পারে বলে শোনা যাচ্ছে। আর সেই নিয়েই শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ।
সোমবার সরকারি ঘোষণার পর থেকেই তেতে উঠছে নদিয়া। শান্তিপুর-সহ জেলার সমস্ত নাগরিক তথা ধর্মপ্রাণ মানুষ এর বিরুদ্ধে সরব হয়েছেন। ‘শান্তিপুর থাক নদিয়াতেই’ এই স্লোগান মুখে নিয়ে রাস্তায় নেমেছেন তাঁরা। এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য শান্তিপুর ডাকঘর মোড়ে প্রতিবাদী সভার আয়োজন হয়। তাতে যোগ দেন শান্তিপুরের দলমত নির্বিশেষে নাগরিক-সহ ধর্মপ্রাণ মানুষেরা।
আরও পড়ুন: Hooghly News: জায়গা নিয়ে দীর্ঘদিনের ঝামেলা, তা থেকে মারধরের অভিযোগ, গুরুতর আহত হোমিওপ্যাথি চিকিৎসক
আগামী ছ’মাসের মধ্যে নতুন জেলাগুলি গঠিত হবে বলে একদিন আগেই জানান মুখ্যমন্ত্রী। কিন্তু নতুন জেলাগুলিতে পরিকাঠামো তৈরির জন্য টাকা আসবে কোথা থেকে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘সরকার বলছে টাকা নেই। আবার নতুন জেলা হচ্ছে। এর টাকা আসবে কোথা থেকে? আসলে পার্থকাণ্ড থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য সরকার এটা করছে।’’
যদিও তৃণমূল বিধায়ক তাপস রায়ের কথায়, ‘‘পরিষেবা বাড়ানোর জন্যই জেলা ভাগের সিদ্ধান্ত। কাজের সুবিধার জন্য এটা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, প্রশাসনিক সুবিধার জন্য জেলা ভাগ করা হবে।’’
সাতটি নতুন জেলার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
আগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তারপর ২০২৪-এ লোকসভা এবং ২০২৬-এ বিধানসভা নির্বাচন রয়েছে। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, নতুন জেলা গঠনের সঙ্গে লোকসভা বা বিধানসভার আসন পুনর্বিন্যাসের কোনও সম্পর্ক নেই।