Nadia: সবুজ সাথীর সাইকেল চুরির অভিযোগকে কেন্দ্র করে নদিয়ার হাঁসখালির কৈখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫
বিজেপি কর্মী ও তাঁর ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার অ্যাপোলো ও এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের বুথ সভানেত্রী ও তাঁর ছেলে।
প্রদ্য়োৎ সরকার, সুজিত মণ্ডল, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা ও হাঁসখালি: সবুজ সাথীর সাইকেল চুরির অভিযোগকে কেন্দ্র করে নদিয়ার হাঁসখালির কৈখালিতে ধুন্ধুমার। তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ হন উভয়পক্ষের পাঁচজন। তাঁদের মধ্যে বিজেপি কর্মী ও তাঁর ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার অ্যাপোলো ও এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। শক্তিনগর জেলা হাসপাতালে চিকিত্সাধীন তৃণমূলের বুথ সভানেত্রী ও তাঁর ছেলে।
রাজনীতিতে দুর্বৃত্তায়ন চলছে, এই ঘটনায় প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
তৃণমূলের অভিযোগ, গতকাল বেনালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্থানীয় বিজেপি নেতা বিমল বিশ্বাস ও তাঁর ভাই তপন সবুজ সাথীর সাইকেল বিক্রি করছিলেন। তৃণমূল বুথ সভানেত্রী শীলা বিশ্বাস বাধা দেওয়ায়, গুলি চালায় বিজেপি কর্মী-সমর্থকরা।
বিজেপির পাল্টা অভিযোগ, বিধানসভা ভোটে ওই এলাকায় ভাল ফল করায়, হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল তৃণমূলের স্থানীয় নেত্রীর স্বামীর নেতৃত্বে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়।
এই ঘটনায় রাতে শক্তিনগর জেলা হাসপাতালে রানাঘাট উত্তর-পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সমীর পোদ্দারের নেতৃত্বে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এই ঘটনায় তৃণমূল অভিযোগ করেছে, গতকাল বেনালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্থানীয় বিজেপি নেতা বিমল বিশ্বাস ও তাঁর ভাই তপন সবুজ সাথীর সাইকেল বিক্রি করছিলেন। তৃণমূল বুথ সভানেত্রী শীলা বিশ্বাস বাধা দেওয়ায় গুলি চালায় বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপি পাল্টা অভিযোগ তুলেছে, বিধানসভা ভোটে ওই এলাকায় ভাল ফল করায় হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল তৃণমূলের স্থানীয় নেত্রীর স্বামীর নেতৃত্বে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়।
সবুজসাথীর সাইকেল চুরি করে বিক্রি করছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা বিজেপি নেতা। তৃণমূলের বুথ সভানেত্রী প্রতিবাদ করায় গুলি চালায় বিজেপি, দাবি শাসক দলের। বিধানসভা ভোটে ভাল ফল করায় প্রতিহিংসার বশে গুলি, পাল্টা দাবি বিজেপি-র। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে।