Nadia: লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়ানো মেয়েদের নিয়ে বিতর্কিত মন্তব্য, দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়
Nadia: লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়ানো মহিলাদের ভিখারি বলার জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের। নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক রিয়াঙ্কা ঘোষ শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন।
সুজিত মণ্ডল, নদিয়া: লক্ষী ভাণ্ডারের প্রকল্পের জন্য যে সমস্ত মহিলারা লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিচ্ছেন তাদের ভিখারি বলে মন্তব্য করার জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে নদিয়ার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের।
নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক রিয়াঙ্কা ঘোষ শান্তিপুর থানায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ২৭ অগাস্ট বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের করেন। তৃণমূল ছাত্র পরিষদ সম্পাদক রিয়াঙ্কা দাস ঘোষের অভিযোগ, গত ২৪ আগস্ট বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলনে, রাজ্য সরকারের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের জন্য যে সমস্ত মহিলারা লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিচ্ছিলেন, তাদেরকে ভিখারি বলে আখ্যা দেন দিলীপ ঘোষ। তার এই কটূক্তির কারণে অপমানিত হয়েই মূলত থানায় তার বিরুদ্ধে অভিযোগ করা।
নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক রিয়াঙ্কা দাস ঘোষ বলেন, 'গত ২৪ অগাস্ট একটি মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে উনি এভাবে মেয়েদের ও নারীদের সম্পর্কে মন্তব্য করেছেন। আমি তাতে ভীষণ অপমানিত ও লজ্জিত বোধ করেছি।'
যদিও এই অভিযোগ প্রসঙ্গে নদিয়া দক্ষিণ জেলা এসসি মোর্চার সম্পাদক অঙ্কন সরকার বলেন, 'ওইদিন বড় একটি বক্তব্যের মধ্য থেকে ওই কথাগুলো নিয়ে বিকৃতি করার চেষ্টা করছে। আসলে ওদের কোনও কাজ নেই। এইজন্য ভুলভাল কথা বলছেন। সেই কারণে ওরা দিলীপ ঘোষকে টার্গেট করেছেন। এই সস্তার রাজনীতি ছাড়ুন। মানুষের পাশে দাঁড়ান। মানুষের হয়ে কাজ করুন। মানুষের সেবা করুন।'
প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে এই প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারবেন। অনলাইনের পাশাপাশি, দুয়ারে সরকার প্রকল্পেও এজন্য আবেদন করা যাবে। রাজ্য সরকারের এই প্রকল্পে জেনারেল ক্যাটেগরি পরিবারের কর্ত্রীকে মাসিক ৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি পরিবারের কর্ত্রীকে প্রতি মাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ, যোগ্য জেনারেল কাস্ট পরিবার বছরে ৬ হাজার টাকা ও SC, ST এবং OBC পরিবার বছরে ১২ হাজার টাকা করে পাবে। এর ফলে উপকৃত হবেন ১ কোটি ৬০ লক্ষ মহিলা।