Suvendu Adhikari:BJP নেতা-কর্মীকে 'হেনস্থা' ! নন্দীগ্রাম থানা চত্বরে ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর, কেন নিলেন 'মুখ্যমন্ত্রীর' নাম ?
Nandigram Suvendu Rally: দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ ও পুলিশি হয়রানির প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল শুভেন্দু অধিকারীর। কী বললেন বিরোধী দলনেতা ?

নন্দীগ্রাম: দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ ও পুলিশি হয়রানির প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল শুভেন্দু অধিকারীর। এদিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের কাছ থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল চলেছে। বিজেপির মণ্ডল সভাপতির ভাইকে বেআইনিভাবে গ্রেফতার ও পুলিশের বিরুদ্ধে তাঁর পরিবারকে হেনস্থার অভিযোগে, নন্দীগ্রাম থানা চত্বরে ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। ধৃত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের থানায় নিয়ে আসেন।
'..মমতার রেজিস্ট্রার গুন্ডা পুলিশকে, আপনাদের বিরুদ্ধে ৫ বছর ধরে লাগিয়ে দেওয়া হয়েছে'
এদিন শুভেন্দু বলেন, নন্দীগ্রামে যেদিন থেকে জনগণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে, অনেক প্রলোভন, অনেক মিথ্যে প্রতিশ্রুতি উপেক্ষা করে নন্দীগ্রামে, গণসংগ্রাম লড়াইতে থাকা, আপনাদের ভাই বন্ধু, আত্মীয়, শুভেন্দু অধিকারীকে জিতিয়েছেন।..যখন অত্যাচার করানোর পরেও আপনারা আত্মসমর্পণ করেননি, তখন মমতার রেজিস্ট্রার গুন্ডা পুলিশকে, আপনাদের বিরুদ্ধে ৫ বছর ধরে লাগিয়ে দেওয়া হয়েছে।'
২০২৬ এর বিধানসভা নির্বাচনেও পাখির চোখ সেই নন্দীগ্রাম
২০২৬ এর বিধানসভা নির্বাচনেও পাখির চোখ সেই নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে, সম্প্রতি ১৫ জানুয়ারি থেকে সেবাশ্রয় ক্য়াম্প শুরুর ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা সেই ক্য়াম্প নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা যেটা ঠিক করেছি যে দুটো মডেল ক্য়াম্প নন্দীগ্রামে করা হবে।
রাজনৈতিক উত্তাপে তপ্ত হতে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, একটা প্য়ারাসিটামল ট্য়াবলেট দিয়ে ভাইপো বাবু আপনিও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারবেন না। একুশের বিধানসভা ভোটে রাজ্য-রাজনীতির ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম!কয়েকমাসের মধ্যেই ফের এ রাজ্যে বিধানসভা ভোট!তার আগে ফের রাজনৈতিক উত্তাপে তপ্ত হতে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম।চলতি বছরের জানুয়ারি মাসে ডায়মন্ড হারবারে পথ চলা শুরু হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’-এর। টানা ৭৫ দিন ধরে বিধানসভা কেন্দ্র ধরে ধরে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে নভেম্বর মাসে ডায়মন্ডহারবারেই হয় সেবাশ্রয় ২! আর এবার ছাব্বিশের মহারণের আগে, ডায়মন্ড হারবারের মডেলে, শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প চালুর ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ১৫ জানুয়ারি সেই ক্য়াম্পের উদ্বোধন করবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই।






















