Nandigram News: শুভেন্দুর কর্মসূচির আগে উত্তেজনা, কালো পতাকা দেখিয়ে দফায় দফায় বিক্ষোভ
Suvendu Adhikari: বিরোধী দলনেতা যাওয়ার পথে টেঙ্গুয়া মোড়ে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে জড়ো হন তৃণমূল কর্মীরা।

নন্দীগ্রাম: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কর্মসূচির আগে নন্দীগ্রামে (Nandigram) উত্তেজনা। বিরোধী দলনেতা যাওয়ার আগে টেঙ্গুয়া মোড়ে মুখোমুখি তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। দু’ পক্ষের মধ্যে বচসা। সমবায় সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে এদিন নন্দীগ্রামের (Nandigram) ভেকুটিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) । বিরোধী দলনেতা যাওয়ার পথে টেঙ্গুয়া মোড়ে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে জড়ো হন তৃণমূল (TMC) কর্মীরা। বিজেপি কর্মীরা বাধা দেওয়ায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে দু’ পক্ষকে সরিয়ে দেয়। এর মধ্যেই বেরিয়ে যায় শুভেন্দুর কনভয়।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কর্মসূচির আগে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। বিরোধী দলনেতা যাওয়ার পথে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। শুরু হয় তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা। পরে পুলিশ গিয়ে দু’ পক্ষকে সরিয়ে দেয়।
বাঁকুড়ার রাইপুরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভার অনুমতি দিয়েও পরে তা বাতিল করেছে প্রশাসন! যা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। তার রেশ কাটার আগেই, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে বাধল তুলকালাম! টেঙ্গুয়া মোড়ে সম্মুখসমরে জড়াল তৃণমূল ও বিজেপি। দু’ পক্ষের মধ্যে হল বচসা!
স্লোগান পাল্টা স্লোগানে তপ্ত হয়ে উঠল এলাকা। সোমবার সমবায় সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে, নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের, ভেকুটিয়ায় অনুষ্ঠান করতে যান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা সেখানে যাওয়ার পথে, টেঙ্গুয়া মোড়ে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। হাজির হয়ে যান বিজেপি কর্মীরাও। শুভেন্দুর কনভয় সেখানে পৌঁছতেই উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল (tmc) কর্মী ও বিজেপি (BJP) কর্মীদের শুরু হয় বচসা।
পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ। পরে পুলিশ দু’পক্ষকে সরিয়ে দেয়। এর মধ্যেই বেরিয়ে যায় শুভেন্দুর কনভয়। এর আগে নন্দীগ্রামে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনা তারই প্রতিবাদ বলে দাবি করছে শাসকদল। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানিয়েছেন, নন্দীগ্রামে যেভাবে উনি বিশ্বাসঘাতকতা করেছেন। ওনার এখানে জায়গা নয়। যেভাবে বিনা প্ররোচনায় মঞ্চ পোড়ানো হয়েছে। তার প্রতিবাদে বিক্ষোভ।
বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, কে কোথায় কী দেখিয়েছে জানি না। ওখানে বিজেপির পতাকাই ছিল। বিধানসভা নির্বাচনে, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই ঘিরে শিরোনামে ছিল নন্দীগ্রাম। পঞ্চায়েত ভোটের আগেও বারবার শিরোনামে সেই নন্দীগ্রাম।






















