West Bengal Live Updates: বিহারের পর এবার বাংলা, জঙ্গলরাজ খতমের ডাক প্রধানমন্ত্রীর!
West Bengal Live Blog: কোথায়, কী হচ্ছে, গোটা রাজ্যের খবর জেনে নিন এক ক্লিকে
LIVE

Background
কলকাতা: বিহারে NDA-র বিপুল জয়ের পর, ফের একবার টার্গেট সেট করে দিয়েছেন নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের কথা বলতে গিয়ে টেনে এনেছেন জঙ্গলরাজের প্রসঙ্গ। এনিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন, মন্তব্য় কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের।
গঙ্গা যেমন স্রোতস্বিনী। রাজনীতিও তেমনই প্রবহমান। বিহার জয়ের স্রোত সুকৌশলে পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদি। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে, বিহার বিধানসভায় বিজেপি তথা NDA-র বিপুল জয়ের, পর ফের একবার টার্গেট সেট করে দিয়েছেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি বলেন, 'আজকের জয় কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসম এবং পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের আত্মবিশ্বাসে ভরপুর করে দিয়েছে। আর হ্য়াঁ, গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছয়।'
পশ্চিমবঙ্গের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী টেনে এনেছেন জঙ্গলরাজের প্রসঙ্গ। জঙ্গলরাজ নিয়ে পাল্টা নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছে তৃণমূল। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, 'জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাত হচ্ছে, যখন আপনি ছিলেন তখন গুজরাতে খুন করে আপনি এসেছেন। অতএব আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদি। আর জঙ্গলরাজ কোথায় আছে? জঙ্গলরাজ তো আপনার বাড়িতে আছে। জঙ্গলরাজ তো আপনি তৈরি করেছেন। মধ্যপ্রদেশে করেছেন, দিল্লিতে তৈরি করে ফেলেছেন, সব জায়গায় জঙ্গলরাজ আছে। পশ্চিম বাংলার মানুষ অনেক ভাল আছে।' বিহার বিধানসভা নির্বাচন এখন অতীত। শুক্রবারই তার ফলপ্রকাশ হয়ে গেছে। সামনে এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন।
অন্যদিকে, একাদাশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে কল ফর ভেরিফিকেশনের জন্য ২০ হাজার নামের তালিকা প্রকাশ করল SSC. যাঁরা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, যাঁরা রাস্তায় নেমে আন্দোলন করেছেন- তালিকায় নাম নেই সেরকম বহু চাকরিহারা শিক্ষকের! কী হবে তাঁদের? শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ১৮ নভেম্বর থেকে শুরু হবে উত্তীর্ণদের নথি যাচাই । SSC কল ফর ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করতেই মাথা চাড়া দিল বিতর্ক! ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির অনেক মুখ। তাঁদের ভারসা এবার নবম-দশমের রেজাল্ট?
কিন্তু নবম-দশমেও ডাক না পেলে? শুধুমাত্র একাদশ-দ্বাদশের পরীক্ষায় বসেছিলেন, এমন যাঁদের নাম নেই তাঁদেরইবা ভবিষ্যৎ কী? উঠছে এমন অনেক প্রশ্ন।
শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে আদালতের নির্দেশে চাকরি গিছে ২৬ হাজার জনের। রাত-দিন এক করে রোদ-বৃষ্টি-চোখের জলে রাস্তায় বসে থাকতে হয়েছে যোগ্য শিক্ষকদের। সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বাধ্য হলেও ফের যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসতে হয়েছে চাকরিহারাদের। গত ৮ নভেম্বর রাতে, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার রেজাল্ট বের করে স্কুল সার্ভিস কমিশন। শনিবার রাতে, ইন্টারভিউয়ের আগে ভেরিফিকেশনের জন্য যোগ্য ২০ হাজার নামের তালিকা প্রকাশ করল SSC.
News Update: মতুয়া অনশনমঞ্চে তৃণমূল প্রতিনিধি দল
মতুয়া অনশনমঞ্চে তৃণমূল প্রতিনিধি দল
তৃণমূল প্রতিনিধি দল রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী, শশী পাঁজা
BJP: বালুরঘাটে SIR হেল্প ডেস্ক বিজেপির
বালুরঘাটে SIR হেল্প ডেস্ক বিজেপির
বিজেপির SIR হেল্প ডেস্কে সুকান্ত মজুমদার
SIR হেল্প ডেস্কের পাশাপাশি চালু CAA ক্যাম্পও
ঠাকুরনগরে CAA ক্যাম্পে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর
শিলিগুড়িতে CAA ক্যাম্পে বিধায়ক শঙ্কর ঘোষ























