Abhishek Banerjee : আজই ৩০ হাজার করোনা পরীক্ষা ডায়মন্ডহারবারে, যুবদিবসে অভিষেকের ঘোষণা
National Youth Day : ' ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কড়া পদক্ষেপের পাশাপাশি অভিনব উপায়ে করোনা মোকাবিলার পরিকল্পনা নেওয়া হয়েছে।'
পার্থপ্রতিম ঘোষ, ডায়মন্ডহারবার : করোনা মোকাবিলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল নিয়ে চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। এই পরিস্থিতিতে ডায়মন্ড হারবারের সাংসদ ট্যুইটারে লেখেন,
‘স্বামী বিবেকানন্দের জন্মদিনে জানাই, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কড়া পদক্ষেপের পাশাপাশি অভিনব উপায়ে করোনা মোকাবিলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজই ৩০ হাজার করোনা পরীক্ষা হবে। ’
সাংসদের কথা মতোই ডায়মন্ড হারবারে তিরিশ হাজার টেস্টের লক্ষ্যমাত্রা পূরণের জন্য গ্রামে গ্রামে করা হয়েছে ক্যাম্প।
On Swami Vivekananda ji's birth anniversary, with renewed energy, Diamond Harbour PC aims to fight #COVID19 by implementing unique initiatives & strict measures.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 12, 2022
30,000 COVID tests to be done today!
We promise to keep working towards your welfare.#DiamondHarbourPCTests30K
সূত্রের খবর, বুধবার দুপুর ১টা পর্যন্ত প্রায় ২৫ হাজার পরীক্ষা হয়ে গেছে। তার মধ্যে ৬৩৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে সূত্রের খবর। সম্প্রতি দু’মাস ধর্মীয় এবং রাজনৈতিক জমায়েত বন্ধ রাখার পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ২৮ ফ্রেরুয়ারি পর্যন্ত তাঁর সংসদীয় এলাকায় সব রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ বন্ধ থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,
- ২৮ ফ্রেরুয়ারি পর্যন্ত তাঁর সংসদীয় এলাকায় সব রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ বন্ধ।
- বাজারে ক্রেতা-বিক্রেতার ডবল মাস্ক পরা বাধ্যতামূলক।
- ৭ দিন এ’নিয়ে প্রচার করা হবে। তারপর থেকে কড়া ভাবে পালন করা হবে বিধি।
- প্রত্যেক ওয়ার্ড ও পঞ্চায়েতে খোলা হবে কন্ট্রোলরুম।
- ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় চালু হবে ডক্টরস অন হুইলস পরিষেবা।
- প্রত্যেক করোনা আক্রান্তকে আইসোলেশন সেন্টারে যেতে হবে।
২০ জানুয়ারি ফের রিভিউ বৈঠক করবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে আজ জাতীয় যুব দিবসে, করোনা পরিস্থিতিতে নিজের কেন্দ্রে বড় পদক্ষেপ নিলেন সাংসদ অভিষেক। ১৯৮৫ সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করে তত্কালীন কেন্দ্রীয় সরকার।
মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের ২১ হাজার পার করেছে! রাজ্যে একদিনে ২১ হাজার ৯৮জন করোনা আক্রান্ত। একদিনে করোনায় ১৯জনের মৃত্যু হয়েছে। কলকাতায় একদিনে সংক্রমিত ৬ হাজার ৫৬৫। উঃ ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ১৬জন সংক্রমিত।