News Live Blog: বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে উপাচার্যকে কটূক্তি টিএমসিপি নেতার, টিএমসিপির সাধারণ সম্পাদককে ৫ বছরের জন্য সেন্সর বিশ্ববিদ্যালয়ের
News Live Updates: সমস্ত গুরুত্বপূর্ণ খুঁটিনাটি খবর দেখুন একনজরে।
LIVE

Background
৫০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে পথে টেট উত্তীর্ণরা। ২০২২-এর টেট পাস পরীক্ষার্থীদের আচমকা বিধানসভা অভিযান। রাজপথে উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
মুখ্যমন্ত্রীর সেনা-মন্তব্যের বিরোধিতায়, মেয়ো রোডে অবস্থানে প্রাক্তন সেনাকর্মীদের একাংশ। বিজেপি নেতাদের উপস্থিতি ঘিরে উত্তেজনা। পুলিশের বিরোধিতা, তুমুল তর্কাতর্কি।
নেপাল কি রাষ্ট্রপতিশাসনের পথে? রাষ্ট্রপতির ভূমিকা ঘিরে জল্পনা। কুর্সির রাস্তা ক্রমেই কঠিন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির। নাম ভাসছে কুলমান ঘিসিঙ্গের।
জেলভাঙা ১৫ হাজারের বেশি কয়েদি, নেপাল সীমান্তে বাড়ছে আশঙ্কা। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে পাকড়াও ৬০ জন বন্দি। উদ্বেগজনক, বলছে SSB.
পানিট্যাঙ্কি সীমান্তে এখনও অচলাবস্থা। এপারে-ওপারে আটকে পড়া দু’দেশের নাগরিকদেরই শুধু সীমান্ত পার হওয়ার অনুমতি। বন্ধ সীমান্ত বাণিজ্য। দাঁড়িয়ে ট্রাক-লরি।
ফিরছেন না কলকাতায়। ভারত-নেপাল সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। দিল্লিতে রিপোর্ট দিতে পারেন CV আনন্দ বোস, খবর রাজভবন সূত্রে।
নতুন ভোটার তালিকায় জলপাইগুড়িতে একটি বুথেই ৪১ জন মৃত ভোটার! নেপথ্যে তৃণমূল, অভিযোগ মৃত ভোটারদের পরিবারের। অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ তৃণমূলের।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে গিয়ে দাসনগরে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি। মনোজ তিওয়ারির নেতৃত্বে বিক্ষোভ। কেন্দ্রের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস শমীকের।
কলকাতায় নারী পাচারচক্রের পর্দাফাঁস। বড়তলা থেকে দুই মহিলা-সহ ৬ জন গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার ১০, ধৃতদের মধ্যে ৯ জনই নাবালিকা।
উৎসবের মরশুমে দেশে নাশকতার ছক? বিভিন্ন রাজ্য থেকে ৫ সন্দেহভাজন IS জঙ্গি গ্রেফতার। দিল্লি ছাড়াও ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা থেকে গ্রেফতার।
আলিপুর চিড়িয়াখানার পরপর দু’দিনে দুই বাঘিনীর মৃত্যু। কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্ত কমিটি গঠন। আজই হবে ময়নাতদন্ত। বার্ধক্যজনিত রোগে মৃত্যু, দাবি কর্তৃপক্ষর।
West Bengal News Live: তামান্না খুনের ৮১ দিন কেটে গেলেও এখনও দেওয়া হয়নি চার্জশিট, পুলিশ সুপারের অফিসের সামনেই ধর্নায় বসেন তামান্নার মা ও বাবা
তামান্না খুনের ৮১ দিন কেটে গেলেও এখনও দেওয়া হয়নি চার্জশিট। এদিন কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি-র সঙ্গে দেখা করতে যান তামান্নার মা। কিন্তু, তাঁর সামনে এসপি অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ সুপারের অফিসের সামনেই ধর্নায় বসেন তামান্নার মা ও বাবা। ৪৫ মিনিট ধর্নায় বসার পর ডিএসপির অনুরোধে অফিসে ঢোকেন তাঁরা।
WB News Live: সকালে বিজেপি থেকে তৃণমূলে যোগ, বিকেলেই ভুল স্বীকার করে বিজেপিতে প্রত্যাবর্তন পঞ্চায়েত সদস্যের
সকালে বিজেপি থেকে তৃণমূলে যোগ। বিকেলেই ভুল স্বীকার করে বিজেপিতে প্রত্যাবর্তন পঞ্চায়েত সদস্যের! বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। টাকার টোপ দিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য গণেশ মল্লকে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ। যোগদান করানোর অভিযোগ আর এক বিজেপি পঞ্চায়েত সদস্য তারাপদ পালের বিরুদ্ধে। তারাপদর কাছে কিছু টাকা বকেয়া ছিল, দাবি গণেশ মল্লর। ওই টাকা পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে তৃণমূলে যোগদান করায় তারাপদ, দাবি গণেশের। কিন্তু, তৃণমূলে যোগ দেওয়ার পরও প্রাপ্য টাকা দেওয়া হয়নি, দাবি গণেশের। তারপরই ভুল স্বীকার করে বিজেপিতে প্রত্যাবর্তন গণেশ মল্লর।






















