News Live: সজলের পুজো বন্ধে নোটিস পুলিশের! সন্তোষ মিত্র স্কোয়ারের এ বারের থিম 'অপারেশন সিঁদুর'
News Live Update: জেলা, রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্তের টুকরো টুকরো সব খবরের এক ঝলক এক ক্লিকেই - - - -
LIVE

Background
বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গল। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি রাজ্যে। তাপমাত্রা বেশ কিছুটা কমবে। তবে বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে।
ছাব্বিশের আগে উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে শাসক কোন্দল। 'পার্থ ভৌমিক এই জেলায় চাবি ঘোরানোর কে? কেন পার্থ ভৌমিকের কথা মতো জেলার কাজ চলবে?', জেলা সভাপতির সামনে পার্থ ভৌমিককে সম্পর্কে ক্ষোভপ্রকাশ মমতা ঠাকুরের। দিল্লি যাওয়ায় বনগাঁ সাংগঠনিক জেলার প্রথম বৈঠকে থাকতে পারেননি মমতা ঠাকুর। জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসকে বৈঠক পিছনোর অনুরোধ মমতা ঠাকুর। পার্থ ভৌমিকের নির্দেশে ওই বৈঠক হয়ে গেছে, মমতা ঠাকুরকে জানান বিশ্বজিৎ দাস। ঘটনা ঘিরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল
৩৫ ঘণ্টা পরেও খিদিরপুর বাজারে জ্বলছে আগুন ! ঘটনাস্থলে গিয়ে মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই তাঁর মুখে শোনা গেল, 'ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে আছে। বলছে জল নেই।' গতকাল খিদিরপুর বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা বলেন। পাশাপাশি বিনা পয়সায় নতুন মার্কেট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা। যদিও ক্ষতিপূরণ ঘোষণার পরেও, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। আর এরপরেই উঠেছে একের পর এক বিস্ফোরক প্রশ্ন ব্যবসায়ীদের তরফে। তার সারমর্ম এই যে, আগুন লাগার আগেই 'জায়গাটা ঠিক কী করে হয়ে গেল ?' আর মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। বললেন, 'খিদিরপুরে ম্যান মেড অগ্নিকাণ্ড।পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছে ' !
News Live Update: রাজ্যে ফের ১০০ দিনের প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ
আগামী ১ অগাস্ট থেকে রাজ্যে ফের ১০০ দিনের প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের। 'কোনও কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না', মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির।
News Live: RG Kar হাসপাতালে দুর্নীতি মামলায় ১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ
আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলায় ১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ
সিবিআই-কে তদন্ত শেষ করার নির্দেশ আলিপুরের বিশেষ সিবিআই আদালতের
'১ সেপ্টেম্বরের মধ্যে তদন্তের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে'
'৩০ জুন সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডে, সুমন হাজরা-সহ ৫ জনকে হাজির করতে হবে'
CBI-কে নির্দেশ বিশেষ সিবিআই আদালতের বিচারকের
৩০ জুন এই আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলার চার্জ গঠনের সম্ভাবনা
দীর্ঘদিন তদন্ত চলতে পারে না, অভিযোগ তোলেন অভিযুক্তদের আইনজীবীদের






















