News Live:মহারাষ্ট্রে মারধর, টাকা কেড়ে নেওয়ার অভিযোগ পাণ্ডবেশ্বরের ৩ শ্রমিকের
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: বারুইপুরের পর এবার আলিপুরদুয়ার। চা শ্রমিকদের সভায় বঞ্চনার তত্ত্বে ফের আক্রমণে অভিষেক।মগরাহাটে সি মুরুগানকে বিক্ষোভ, গাড়িতে চড়াও। ডিজির রিপোর্ট তলব কমিশনের।বছরের শুরুতেই জোড়াফুলে ধাক্কা, ৭ বছর পরে কংগ্রেসে ফিরলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর।প্রবল বিতর্কের মধ্যে মুস্তাফিজুর রহমানকে রিলিজের নির্দেশ BCCI-এর। বাংলাদেশের পেসারকে ছেড়ে দিল KKR. বিকল্প ক্রিকেটার নিতে দেওয়া হল অনুমতি।
WB News: তারকেশ্বরে শুনানি কেন্দ্রে অসুস্থ বৃদ্ধ, পড়ে গিয়ে ফাটল মাথা,
তারকেশ্বরে শুনানি কেন্দ্রে অসুস্থ বৃদ্ধ, পড়ে গিয়ে ফাটল মাথা, শুনানি কেন্দ্রে অসুস্থ তারকেশ্বর পুরসভার ১০ নং ওয়ার্ডের বাসিন্দা ভরতচন্দ্র সামন্ত
টোটোয় চেপে শুনানি কেন্দ্রে হাজির হতেই পড়ে গিয়ে মাথা ফাটে বৃদ্ধের, তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি অসুস্থ বৃদ্ধ
Bengal Migrant Attack: ফের বাংলা বলায় পরিযায়ী শ্রমিককে মারধর, ছিনতাইয়ের অভিযোগ
ফের বাংলা বলায় পরিযায়ী শ্রমিককে মারধর, ছিনতাইয়ের অভিযোগ। মহারাষ্ট্রে মারধর, টাকা কেড়ে নেওয়ার অভিযোগ পাণ্ডবেশ্বরের ৩ শ্রমিকের। নভেম্বরে মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন অভিযোগকারী শ্রমিকরা। মহারাষ্ট্র থেকে ফেরার সময় বাংলা বলায় মারধরের অভিযোগ। সঙ্গে থাকা টাকাও কেড়ে নেয় স্থানীয় কয়েকজন, দাবি শ্রমিকদের। 'আক্রান্ত' শ্রমিকদের সঙ্গে দেখা করেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাজ্যে কাজ না থাকায় ভিনরাজ্য়ে যেতে হচ্ছে শ্রমিকদের, পাল্টা বিজেপির।






















