News Live Updates: SSC-র তালিকা প্রকাশের পর বিতর্ক ! ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা
News Live: গুরুত্বপূর্ণ সব খবর দেখুন একনজরে।
LIVE

Background
ফের বিস্ফোরণ, উড়ে গেল শ্রীনগরের নওগাম থানা। নিহত ৯, আহত ৩২। তদন্তের নির্দেশ। সেফ কাস্টডিতে থাকা বিস্ফোরকে কীভাবে বিস্ফোরণ?
বিস্ফোরণের ধাক্কায় গোটা নওগাম থানা ধ্বংসস্তূপ। ২৭ জন পুলিশকর্মী, ৩ জন নাগরিক, ২ শুল্ক আধিকারিক জখম।
ফরিদাবাদে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ। বিস্ফোরক থানার বাইরে বার করার সময় বিস্ফোরণ। নাশকতার আশঙ্কা উড়িয়ে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক।
শক্তিশালী দিল্লি বিস্ফোরণে কেঁপে উঠেছিল মাটির তলার লালকেল্লা মেট্রো স্টেশনও। চমকে দেওয়া সিসিটিভি ফুটেজ। স্বরাষ্ট্রমন্ত্রকে গেলেন দিল্লির পুলিশ কমিশনার।
উত্তর থেকে দক্ষিণ, বিক্ষোভে BLO-রা। শিলিগুড়িতে বন্ধ ট্রেনিং। হাওড়ায় ট্রেনিং বয়কট। কাজের অত্যধিক চাপ, লোক নিয়োগের দাবিতে আড়ংঘাটা, ব্যারাকপুরেও বিক্ষোভ।
দত্তাবাদে যে গাড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়, সেই নীল বাতির গাড়ি বাজেয়াপ্ত। খুন করে দেহ পাচারের চেষ্টাও হয় এই গাড়িতেই, খবর পুলিশ সূত্রে।
এক বছরের মধ্যে এজরা স্ট্রিটে ফের আগুন। পুড়ে ছাই বৈদ্যুতিন সামগ্রীর বাজার। কোথায় নজরদারি? বিপদ নিয়ে সচেতন করলেও, গা করেনি প্রশাসন, অভিযোগ স্থানীয় কাউন্সিলরের।
১৫ বছরের মেয়াদ ফুরোলেও বাতিল হবে না বাস। বছরে ২ বার ফিটনেস , পলিউশন পরীক্ষায় পাস করলেই পথে বাস, নির্দেশ হাইকোর্টের।
পত্রলেখা-রাজকুমার রাওয়ের সংসারে নতুন অতিথি। কন্যাসন্তানের জন্ম দিলেন পত্রলেখা। সোশাল মিডিয়া পোস্টে ভাগ করে নিলেন সুসংবাদ।
কাল থেকে চড়বে পারদ। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, এমন আবহাওয়া চলবে বুধবার পর্যন্ত। বাড়বে কুয়াশার দাপট।
মজুত বিস্ফোরক থেকে শ্রীনগরের থানায় বিস্ফোরণ, বহু প্রাণহানি। সেফ কাস্টডিতে কীভাবে বিস্ফোরণ? কে নেবে মৃত্যুর দায়? দিল্লি বিস্ফোরণের সূত্রের খোঁজ রাজ্যেও।
জতুগৃহ কলকাতা। এক বছরের মাথায় এজরা স্ট্রিটে ফের আগুন। বিপদ নিয়ে বললেও, গা করেনি প্রশাসন, উঠছে অভিযোগ। কোথায় নজরদারি?
কাজ বেশি, সময় কম। অ্যাপে ডিজিটাইজ করতে সময় লাগছে অনেক বেশি। রাজ্যের বিভিন্ন জায়গায় BLO-দের বিক্ষোভ। কী করছে নির্বাচন কমিশন?
News Live: SSC-র তালিকা প্রকাশের পর বিতর্ক ! ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা
SSC-র তালিকা প্রকাশের পর বিতর্ক! ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা। ২০ হাজারের বেশি প্রার্থীর তালিকা প্রকাশ। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ। ইন্টারভিউয়ের আগে হবে ভেরিফিকেশন। তালিকায় নাম নেই চাকরিহারাদের একাংশের। যাঁদের নাম নেই তাঁদের ভবিষ্যৎ কী? প্রশ্ন চাকরিহারাদের। ভরসা এবার নবম-দশমের রেজাল্টে?
News Live Updates: ফরিদাবাদে বাজেয়াপ্ত করা বিস্ফোরক পরীক্ষার সময় বিস্ফোরণে কার্যত ভস্মীভূত হয়ে গেল জম্মু-কাশ্মীরের দক্ষিণ শ্রীনগরের নওগাম থানা
ফরিদাবাদে বাজেয়াপ্ত করা বিস্ফোরক পরীক্ষার সময় বিস্ফোরণে কার্যত ভস্মীভূত হয়ে গেল জম্মু-কাশ্মীরের দক্ষিণ শ্রীনগরের নওগাম থানা। এই ঘটনায় শনিবার সন্ধে পর্যন্ত ৯ জনের মৃত্য়ুর খবর মিলেছে। আহত হয়েছেন ৩২ জন।






















