News Live: বসিরহাট পুরসভার একটি বুথে ৩২ জন ‘ভূতুড়ে’ ভোটার !
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: ইডি হেফাজতে জীবনকৃষ্ণ। ছবি দেখিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। নিশানায় অভিষেক। তৃণমূল বিধায়ক হওয়ার পর চাকরি বিক্রির নেটওয়ার্ক তৈরি করেন জীবনকৃষ্ণ। টিমে ছিল ১০-১২ জন। নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় এমনই দাবি ED-র। ফের নিয়োগ চেয়ে পথে চাকরিপ্রার্থীরা। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও মেলেনি চাকরি। পথে ২০১৪ ও ২০১৭ টেট উত্তীর্ণরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ। চোর ও গদ্দারকে নিয়ে আপনারা মিটিং করছেন। বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। ফের পিছিয়ে গেল DA মামলা। সুপ্রিম কোর্টে পিছোল DA মামলার শুনানি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুনানির সম্ভাবনা।
Vaishno Devi Landslide: মেঘভাঙা বৃষ্টির জেরে বৈষ্ণোদেবীর পথে নামল ভয়াবহ ধস
মেঘভাঙা বৃষ্টির জেরে বৈষ্ণোদেবীর পথে নামল ভয়াবহ ধস। অন্তত ৩২ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ঘটনার জেরে আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত করা হয়েছে। জমমু-পাঠানকোট জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। প্রভাব পড়েছে জম্মু-কাটরা রেলপথেও।
Cooch Behar News: তৃণমূল নতুন ব্লক সভাপতি তালিকা প্রকাশের পরে প্রকাশ্যে শাসকের অন্তর্দ্বন্দ্ব
তৃণমূল নতুন ব্লক সভাপতি তালিকা প্রকাশের পরে প্রকাশ্যে শাসকের অন্তর্দ্বন্দ্ব, তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সভাপতি পরিবর্তন হতেই প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ






















