News Live :কাটল জট, ২০ ঘণ্টা বন্ধ থাকার পর, অবশেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ
News Live Updates: দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: আজ মহাষষ্ঠী। সপরিবারে উমার পিতৃগৃহে আগমন। রীতি মেনে মহাষষ্ঠীর পূর্জাচনা। ঘট স্নান করিয়ে শারদোৎসবের সূচনা বেলুড় মঠে। ঠাকুর দেখার ভিড়। পুজোয় পিছু ছাড়ছে না খারাপ আবহাওয়া। সপ্তমী-অষ্টমীতে কিছুটা স্বস্তি দিলেও নবমীতে ভোগাবে নিম্নচাপ। দশমী, একাদশীতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো নিয়ে চরমে সংঘাত। বহিরাগতদের দিয়ে ফোন করিয়ে অভিযোগ জানানো হচ্ছে, দাবি সজলের। শব্দ-সমস্যায় পড়ছেন অসুস্থরা, বলছে পুলিশ। পুজোয় পিছু ছাড়ছে না খারাপ আবহাওয়া। সপ্তমী-অষ্টমীতে কিছুটা স্বস্তি দিলেও নবমীতে ভোগাবে নিম্নচাপ। দশমী, একাদশীতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সন্তোষ মিত্র স্কোয়ারে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে আপত্তি। অথচ এক তৃণমূল নেতার পুজোয় ৫ মিনিট ধরে লাইভ শো চলছে। তার বেলা? পক্ষপাতিত্বেরও অভিযোগে তুলে প্রশ্ন সজল ঘোষের।
Kolkata News: বড়িশার সাবর্ণ রায়চৌধুরী বাড়ির দুর্গাপ্রতিমা দেখতে এলেন এআইসিসির সাধারণ সম্পাদক তথা কাশ্মীরের বিধায়ক গুলাম আহমেদ মীর
বড়িশার সাবর্ণ রায়চৌধুরী বাড়ির দুর্গাপ্রতিমা দেখতে এলেন এআইসিসির সাধারণ সম্পাদক তথা কাশ্মীরের বিধায়ক গুলাম আহমেদ মীর। সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। ৩০৯ তম বর্ষে পদার্পণ করল করল শ্রাবর্ণ রায়চৌধুরী বাড়ির পুজো।
Durga Puja: দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ
কাটল জট, ২০ ঘণ্টা বন্ধ থাকার পর, অবশেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ






















