Newtown News: রাতে একাই গেছিল অষ্টম শ্রেণির ছাত্রী ? নিউটাউনে নাবালিকাকে 'ধর্ষণ করে খুনে' ধৃত টোটো চালক
Newtown Student Murder Case: কিশোরীর দেহ উদ্ধারের পর রহস্যজনকভাবে উধাও প্রতিবেশী পরিবার, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য !

কলকাতা: নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ১ টোটো চালককে গ্রেফতার করল পুলিশ। CCTV ফুটেজ দেখে গ্রেফতার টোটো চালক। এখনও ধোঁয়াশায় পুলিশ। এদিকে রহস্যজনকভাবে উধাও প্রতিবেশী পরিবার !
গতকাল লোহা ব্রিজের কাছে ১৪ বছরের কিশোরীর দেহ উদ্ধার। বৃহস্পতিবার, রাত ১১.৩০: জগৎপুরে দেখা গেছিল নাবালিকাকে। লোহা ব্রিজ থেকে জগৎপুরের দূরত্ব প্রায় ৭ কিমি। এতটা পথ একাই গেছিল নাবালিকা? নাকি কেউ নিয়ে গেছিল? এর আগেও মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী। পাশেই প্রতিবেশীর বাড়িতে তার খোঁজ মেলে। এবার কিশোরীর দেহ উদ্ধারের পর রহস্যজনকভাবে উধাও প্রতিবেশী পরিবার।
নিউটাউনে পরিত্যক্ত জমি থেকে ক্লাস এইটের ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে গলায় ফাঁস দেওয়ার চিহ্ন মিলেছে। পাশাপাশি যৌনাঙ্গে মিলেছে আঘাত ও ক্ষতচিহ্ন।তাহলে কি ধর্ষণ করে খুন করা হল এই নাবালিকাকে? কারা করল এ কাজ? পকসো ও খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঝোপ-জঙ্গল আর আগাছায় চারদিক ভরা। তার মাঝেই পড়ে রয়েছে নাবালিকার মৃতদেহ! অর্ধনগ্ন অবস্থায়। নীল রঙের কাপড় দিয়ে মুখ ঢাকা। কিছুটা দূরে পড়ে নাবালিকার প্যান্ট। হাতের আঙুলের নখ উপড়ানো। পাশে ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট।
শুক্রবার সাত সকালে খাস নিউটাউনে লোহা ব্রিজের কাছে, পরিত্যক্ত জমি থেকে উদ্ধার হল এক নাবালিকার অর্ধনগ্ন দেহ। আর সন্ধেয় সামনে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। সূত্রের খবর, যেখানে নাবালিকার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তকারী চিকিৎসকদের অনুমান, শ্বাসরোধ করে নাবালিকাকে খুন করা হয়েছে। পাশাপাশি নাবালিকার যৌনাঙ্গে আঘাত ও ক্ষতের চিহ্ন রয়েছে। এছাড়াও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, আর জি কর-কাণ্ডের রেশ কাটার আগেই এবার খাস নিউটাউনে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল? তরুণী চিকিৎসকের পর এবার লালসার শিকার হল এক নাবালিকা? নিউটাউনে লোহার ব্রিজের কাছে NBCC মার্কেটের দিকে যাওয়ার দিকের রাস্তায় ঢুকতেই রয়েছে এই পরিত্যক্ত জমি। সেখানেই এদিন নাবালিকার অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শী দীপু মণ্ডল বলেন, যাঁরা বাথরুম করতে যায় ভিতরে, তাঁরাই প্রথম দেখতে পেয়েছিল। তাঁরা দেখতে পেয়ে খবর দিয়েছে। এখানে সবসময় থানা পুলিশ টহল দেয়। অর্ধনগ্ন অবস্থায় ছিল। নিহত নাবালিকার বয়স ১৪ বছর। ক্লাস এইটের ছাত্রী। ঘটনাস্থল থেকে ৫-৬ কিলোমিটার দূরেই তার বাড়ি। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে পড়াশোনা নিয়ে মায়ের কাছে বকা খায় ক্লাস এইটের এই ছাত্রী।
তার কিছুক্ষণ পর থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে।
পরে বাড়ি থেকে নাবালিকার লেখা একটি চিঠি উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাতে লেখা ছিল, মা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। তাই আমি বেরিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতেই নিউটাউন থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। নিখোঁজ হাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই নাবালিকার দেহ বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে পরিত্যক্ত এই জমি থেকে উদ্ধার হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, নাবালিকা এই পরিত্যক্ত জমিতে এল কী করে?
আরও পড়ুন, 'যত ছোটই জমি হোক, বাড়ি তৈরির অনুমোদন দেবে কলকাতা পুরসভা..' !
তাকে কি এখানেই খুন করা হল? নাকি খুন করে পরিত্যক্ত জমিতে দেহ ফেলে দেওয়া হল? খুনের আগে কি নাবালিকার ওপর যৌন অত্যাচার হয়েছিল? না হলে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হল কেন? হাতের নখ উপড়ে গেল কী করে?নিহত নাবালিকার মা বলেন,' আমরা তো সারারাত খোঁজাখুঁজি করেছি কোথাও পাইনি। কে এখানে আনল, আর কে যে কী করল, এর কোনও হদিশ আমরা পাইনি। আমার মেয়ে বাইরে বেরিয়েছে। যে করেছে সে বজ্জাত লোকেই করেছে। আমার মেয়ের স্বেচ্ছায় কিছু করেনি। যা হয়েছে লোকের বদমায়েশিতেই হয়েছে। জোরজবরদস্তি করা হয়েছে।'ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছে। এই ঘটনায় খুন ও পকসো আইনে মামলা রুজু করেছে নিউটাউন থানার পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।






















