North 24 Parganas News: নিয়োগে দুর্নীতির অভিযোগে ব্যারাকপুরে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার, জখম একাধিক কর্মী
Clash While Agitation: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিজেপি যুব মোর্চার বিক্ষোভে ধুন্ধুমার ব্যারাকপুরে। ব্যারাকপুর স্টেশন থেকে পুলিশ কমিশনারের দফতরে যাওয়ার সময় চিড়িয়ামোড়ে বাধার অভিযোগ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: শিক্ষক নিয়োগে দুর্নীতির (SSC Scam) অভিযোগে বিজেপি (BJP) যুব মোর্চার (youth wing) বিক্ষোভে ধুন্ধুমার (clash) ব্যারাকপুরে (barrackpore)। ব্যারাকপুর স্টেশন থেকে পুলিশ কমিশনারের দফতরে যাওয়ার সময় চিড়িয়ামোড়ে বাধার অভিযোগ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অভিযোগ বিজেপির বেশ কয়েকজন মহিলা কর্মী জখম (injured) হয়েছেন।
কী হয়েছিল?
ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে মঙ্গলবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দফতরে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি ছিল। তার আগে ব্যারাকপুর স্টেশন থেকে বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করে পদ্মশিবির। বিকেল চারটে নাগাদ মিছিল শুরুর কথা ছিল। অভিযোগ, বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলের নলহাটি বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষ তা শুরু করতে গেলেই পুলিশ বাধা দেয়। গেরুয়া শিবিরের দাবি, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একটি কুশপুতুল পোড়াতে চেয়েছিল তারা। সেই কারণেই বাধা দেয় পুলিশ। তখনই একপ্রস্ত অশান্তি হয়। এর পর স্টেশন থেকে মিছিলটি এগিয়ে আসে চিড়িয়ামোড়। অভিযোগ, সেখানে পেট্রল পাম্পের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকায়। বিজেপি নেতাকর্মীরা সেই ব্যারিকেড ভেঙে মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। গেরুয়া শিবিরের ২০-২১ জন কর্মীকে আটক করে পুলিশ, অভিযোগ তাদের। এতেই শেষ নয়। ব্যাপক লাঠিচার্জও চলে। বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্রের চুলের মুঠি ধরেও টানাটানির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ধ্বস্তাধ্বস্তির জেরে নাক থেকে রক্ত বেরিয়ে যায় বলে দাবি। জখম হন আরও কয়েকজন বিজেপি কর্মী। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
কেন প্রতিবাদ...
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত শনিবার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই তীব্র আক্রমণ শানাতে শুরু করেছে বিজেপি। ইডি-র দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে ২১ কোটি টাকা ও গয়না উদ্ধার হয়েছে তার উৎস নিয়ে উপযুক্ত ব্যাখ্যা মেলেনি। গ্রেফতার হয়েছেন অর্পিতাও। এদিন ইডি-র আইনজীবী আদালতে আরও দাবি করেন, প্রাথমিক থেকে এসএসসি, নিয়োগ দুর্নীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে সংযোজন, স্কুলে নিয়োগ নিয়ে ১২০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ফলে আরও ১০০ কোটি উদ্ধার করতে হবে। সব মিলিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিবের গ্রেফতারি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সরব বিরোধীরাও।
আরও পড়ুন:জেরায় সহযোগিতা করছেন অর্পিতা, মিলল গুরুত্বপূর্ণ তথ্যও, দাবি ইডি-র