TMC: তৃণমূল নেত্রীর নির্মীয়মাণ বাড়ির নীচে বোমা, বিস্ফোরণে জখম ২ শ্রমিক
Deganga Bomb Blast: ঘটনাস্থল থেকে ৩টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বোমা ফেটে জখম ২ শ্রমিক।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দেগঙ্গার (Deganga) বেড়াচাঁপায় তৃণমূল (TMC) পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ (Blast)। এই ঘটনায় বোমা ফেটে জখম ২ শ্রমিক। পুলিশ সূত্রে দাবি, নির্মীয়মাণ বাড়ির মাটির নীচে বোমা মজুত ছিল। ঘটনাস্থল থেকে ৩টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ (Police)।
এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা। রাজ্যে বিস্ফোরণ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা।
এদিকে, সিউড়ির বাঁশঝোড় গ্রামে বালিঘাটের দখলকে কেন্দ্র করে খুনের ঘটনায় তৃণমূল নেতা-সহ ১৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত কাজল শা সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ। ওই তৃণমূল নেতাই মূল অভিযুক্ত বলে দাবি মৃত শেখ ফাইজুলের পরিবারের।
সকালে গ্রাম থেকে প্রচুর কৌটো বোমা উদ্ধার করেছে সিউড়ি থানার পুলিশ। এই ঘটনাকে বেআইনি বালি খাদানের দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে বিজেপি দাবি করলেও, গ্রাম্য বিবাদ বলে অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। এদিকে, গতকালের ঘটনার পর বাঁশঝোড় গ্রামে উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।