North 24 Pargana: আমডাঙায় শাসক-পুলিশ দ্বন্দ্ব প্রকাশ্যে, ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ
North 24 Pargana: এই অপমান সহ্য করতে না পেরে তৃণমূল বিধায়কের ভাই অনুগামীদের সঙ্গে নিয়ে থানার সামনে গতকাল রাতে মিনিট দশেকের জন্য ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এবার শাসক পুলিশ দ্বন্দ্ব প্রকাশ্যে আমডাঙায়। গতকাল আমডাঙা থানার আধিকারিকের ঘরের জোর করে ঢুকতে চেষ্টা করেছিলেন আমডাঙা তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই মিজানুর রহমান। তখন আমডাঙা থানার আধিকারিক অঞ্জন দত্ত মিজানুরকে ভেতরে ঢুকতে নিষেধ করেন। এই অপমান সহ্য করতে না পেরে তৃণমূল বিধায়কের ভাই অনুগামীদের সঙ্গে নিয়ে থানার সামনে গতকাল রাতে মিনিট দশেকের জন্য ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। এর প্রতিবাদে অবরোধকে সমর্থন না করলেও তাঁর ভাইয়ের প্রতি পুলিশের আচরণের প্রতিবাদ করেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান।
রফিকুর রহমানের অভিযোগ আমতা থানার বর্তমান আধিকারিক এলাকার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন তাঁর আচরণে এলাকার মানুষ অতিষ্ঠ। এদিকে আমডাঙা থানার আধিকারিকের দাবি সেই সময় আমডাঙা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতির্ময় দেখে সঙ্গে নিয়ে তিনি একটি বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধান করছিলেন তার ঘরে বসে সেই সময় আচমকা এ বীজাণু তার ঘরে ঢুকতে চান তখন তিনি তাকে বাধা দেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন আমডাঙ্গা বিধায়কের ভাই মিজানুর সঙ্গী-সাথীদের নিয়ে থানার সামনে রাস্তা অবরোধ করে।
এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই স্কুল খোলার তোড়জোড় শুরু। উত্তর থেকে দক্ষিণে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কলকাতা পুরসভার তরফে চলছে স্যানিটাইজেশন। এতদিন বন্ধ থাকায় স্কুলের ছত্রে ছত্রে প্রকট দৈন্য দশা। এরই মধ্যে উদ্বেগের পারদ চড়িয়ে রাজ্যে ফের দৈনিক করোনার সংক্রমণ হাজার ছুঁইছুঁই। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন। ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন।
কী কী জানান হয়েছে গাইডলাইনে?
১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল, গাইডলাইনের খসড়া তৈরি হয়েছে সেই মতো। এক সময়ে সব ক্লাস নয়, সমবেত প্রার্থনায় নিষেধাজ্ঞা। পড়ুয়াদের ভিড়ে এড়াতে স্কুল শুরু ও ছুটির সময় বদল। ক্লাস শুরুর আগে ১০ মিনিট করোনা সচেতনতার পাঠ। আপাতত খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠানে লাগাম। একটি বেঞ্চে বসা যাবে না ২ জনের বেশি। পড়ুয়াদের সঙ্গে স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদেরও মাস্ক বাধ্য়তামূলক। স্কুলের ভিতরে আপাতত ঢুকতে পারবেন না অভিভাবকরা। গাইডলাইন অনুমোদনের জন্য পাঠানো হল নবান্নে।