North 24 Paragana: স্বাস্থ্যকেন্দ্রে পিকনিক! ছবি সামনে আসতেই শুরু বিতর্কর
Primary Health Center:স্থানীয় ক্লাব নেতাজি স্পোর্টিংয়ের বিরুদ্ধে স্বাধীনতা দিবসে রাতভর পিকনিকের অভিযোগ উঠল।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনা (North 24 Paragana) গাইঘাটায় (Gaighata) প্রাথমিক স্বাস্থ্য (Primary Health Center) কেন্দ্রে স্বাধীনতা দিবসে (Independence Day) বসল পিকনিকের (Picnic) আসর। এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। নিন্দায় সরব হয়েছে সবপক্ষ। থানায় অভিযোগ দায়ের করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।
কী ঘটেছে?
বসেছে ফুচকার স্টল। প্যান্ডেল বেঁধে চলছে খাওয়া দাওয়া। তারস্বরে মাইকে বাজছে গান। অসংখ্য মানুষের ভিড়। তবে এই ছবি কোনও অনুষ্ঠান বাড়ি বা ক্লাবের নয়, এটা উত্তর ২৪ পরগনার গাইঘাটার ধর্মপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ছবি। ধর্মপুর এলাকার মানুষের চিকিৎসার আশা ভরসা এই স্বাস্থ্য কেন্দ্র। আর সেখানেই স্থানীয় ক্লাব নেতাজি স্পোর্টিংয়ের বিরুদ্ধে স্বাধীনতা দিবসে রাতভর পিকনিকের অভিযোগ উঠল।
আরও পড়ুন, প্রাথমিক শিক্ষা পর্ষদের কেড়ে নেওয়া চাকরি ফিরিয়ে দিল হাইকোর্ট
বিতর্কের ঝড়
এই ঘটনা সামনে আসতেই উঠেছে বিতর্কের ঝড়। নিন্দায় সরব হয়েছে শাসক-বিরোধী দু’পক্ষই। গাইঘাটা পশ্চিমের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিপ্লব দাস বলেন, "উপ-স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এই ধরনের ঘটনা একদমই মেনে নেয়া যায় না । এই ঘটনা নিন্দা জানাচ্ছি আমরা।" গাইঘাটার বিজেপির আহ্বায়ক রাজকুমার মিত্র বলেন, "এই ধরনের ঘটনা সামাজিক ভারসাম্য নষ্ট করে ।"
বিতর্কের মুখে অবশ্য সাফাই দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গাইঘাটার নেতাজি স্পোর্টিং ক্লাবের সদস্য রাজু মণ্ডল বলেন, "হঠাৎ বৃষ্টির কারণে উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে স্থানীয় সাধারণ মানুষদের নিয়ে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।" এই ঘটনায় গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এভাবে বক্স বাজিয়ে অনুষ্ঠান হল কী করে? অবাক স্থানীয় বাসিন্দারা।