North 24 Paragana: করোনা সংক্রমণ ঠেকাতে এবার সিসিটিভি-তে নজরদারি হাবড়ায়
North 24 Paragana News: উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় দিনের পর দিন বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। বাদ যায়নি হাবড়া, অশোকনগরও। আজ হাবড়া পৌরসভার পক্ষ থেকে একটি জরুরি বৈঠক ডাকা হয়।
![North 24 Paragana: করোনা সংক্রমণ ঠেকাতে এবার সিসিটিভি-তে নজরদারি হাবড়ায় North 24 Paragana: This time CCTV surveillance is being carried out to prevent corona infection in Habra North 24 Paraganas North 24 Paragana: করোনা সংক্রমণ ঠেকাতে এবার সিসিটিভি-তে নজরদারি হাবড়ায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/16/dea552dfba2d80c10659ee327bd609a4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: করোনা সংক্রমণে (Covid Cases) রাশ টানতে আবারও কড়া হল বিধিনিষেধ। হাবড়া (Habra) পৌরসভার জনবহুল বাজারে সিসিটিভি (CCTV surveillance) বসিয়ে নজরদারির সিদ্ধান্ত নেওয়া হল।
করোনা ঠেকাতে ইতিমধ্যেই জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। কিন্তু সেই সমস্ত কড়া বিধিনিষেধ মানছেন তো ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ? মাস্ক পরছেন তো সকলে? এবার এই সব ব্যাপারে পৌরসভায় নিজের চেয়ারে বসেই কড়া নজরদারি চালাবেন হাবড়া পৌরসভার মুখ্য প্রশাসক। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাস তালুকে এবার অভিনব কৌশলে নজরদারি চলবে।
উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় দিনের পর দিন বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। বাদ যায়নি হাবড়া, অশোকনগরও। আজ হাবড়া পৌরসভার পক্ষ থেকে একটি জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন হাবড়া পৌরসভার পৌর প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা। তিনি সাংবাদিকদের জানিয়েছেন যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে দিকে তাকিয়ে আগামী সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার হাবড়া শহরে অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সমস্ত দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শনিবার জয়গাছি বস্ত্র হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: North 24 Pargana: জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, দেগঙ্গায় বিধি নিষেধ জারি
এছাড়া তিনি আরও জানিয়েছেন যে হাবড়ার সমস্ত জায়গা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। হাবড়া শহরে আগেই ৮০টি সিসিটিভি ক্যামেরা ছিল। যার উপর নজরদারি চলত পুলিশের মাধ্যমে। এবার আবার নতুন করে আরও ৩২টি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ চলছে জোর কদমে। এবার পুরসভায় নিজের চেম্বারে বসে পুলিশের পাশাপাশি কড়া নজরদারি চালাবেন পৌর প্রশাসক নারায়ণবাবু স্বয়ং। আগে মনিটরিং হত হাবড়া থানা থেকে। এবার হাবড়া পৌরসভা থেকেও মনিটরিং করা হবে সিসিটিভি ক্যামেরাগুলি। আগামী এক সপ্তাহে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন করতে পারবে বলে আশাবাদী হাবড়া পৌরসভা। খুশি এলাকার বাসিন্দারাও। বনমন্ত্রী ইতিমধ্যেই নিজের দফতরে আধুনিকতার ছোঁয়া এনেছেন। এবার নিজের বিধানসভা এলাকাতেও আরও সিসিটিভি বসিয়ে কোভিড রোধে কতটা সফল হন সেটাই দেখার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)