North 24 Pargana: বাড়ছে কোভিড, অশোকনগরে চালু ১০ শয্যার কোভিড ওয়ার্ড
Covid Hospital: অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের ১০টি শয্যাকে নিয়ে চালু করা হয়েছে কোভিড ওয়ার্ড। রয়েছে একাধিক আধুনিক পরিকাঠামো।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দেশে বাড়ছে কোভিড সংক্রমণ। শুক্রবারের বুলেটিনে দেশে নতুন কোভিড আক্রান্ত কুড়ি হাজারেরও বেশি। একই ছবি রাজ্যেও। বাংলাতেও বাড়ছে কোভিড। আর সেদিকে তাকিয়েই ফিরে আসছে কোভিড হাসপাতাল (Covid Hospital)। যেমন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল।
রাজ্যে এর আগে যখন কোভিডের বাড়বাড়ন্ত হয়েছিল। তখনই একাধিক হাসপাতালকে আলাদা করে কোভিড হাসপাতাল করা হয়েছিল। সেই হাসপাতালগুলিতে শুধুমাত্র কোভিড রোগীদেরই চিকিৎসা হতো। কোভিড রোগীদের চিকিৎসার সুবিধার জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল। তেমনই একটি হাসপাতাল ছিল উত্তর ২৪ পরগনার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল। রাজ্যে কোভিড সংক্রমণ কমতেই সেই তকমা তুলে নেওয়া হয়। ফের সেই হাসপাতালে তৈরি করা হল কোভিড ওয়ার্ড। সম্প্রতি রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ। বৃহস্পতিবারই রাজ্যে দৈনিক কোভিড আক্রান্ত পেরিয়েছে তিন হাজার। পাশাপাশি ঘটেছে মৃত্যুও। বৃহস্পতিবার রাজ্যের বুলেটিন অনুযায়ী, বাংলা কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। সেদিকে তাকিয়ে আগে থেকে প্রস্তুত থাকতেই এমন ব্যবস্থা।
কতগুলো শয্য়া:
আপাতত অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের ১০টি শয্যাকে নিয়ে চালু করা হয়েছে কোভিড ওয়ার্ড (Covid Ward)। বৃহস্পতিবার, সেই কোভিড ওয়ার্ড ঘুরে দেখেছেন অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ধীমান রায়। তাঁর সঙ্গে ছিলেন একজন চিকিৎসক। ওই ওয়ার্ডে এখন দুজন কোভিড আক্রান্ত ভর্তি রয়েছেন। পরিদর্শনের সময় ধীমানবাবু তাঁদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান। পরে তিনি জানিয়েছেন, কোভিড সংক্রমণের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। যাবকীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। এই ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম থেকে শুরু করে বিশেষজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত নার্স সবাই রয়েছেন। অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: একাধিক স্ত্রীর খোঁজ ! ২১ জনের থেকে লক্ষাধিক টাকা নিয়ে প্রতারণায় অভিযুক্ত গ্রেফতার
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )