Bhatpara Municipal Election : 'ভোট লুঠ' ... অর্জুন গড়ে হাউহাউ করে কেঁদেই ফেললেন বিজেপি প্রার্থী
Bhatpara Municipal Election : ভোট লুঠের অভিযোগ তুলে কেঁদেই ফেললেন ভাটপাড়া ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাকেশ সিংহ।
সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগণা : বহিরাগতদের এনে বুথ দখলের চেষ্টার অভিযোগ! ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। বহিরাগতদের তাড়া করেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ ( Arjun Singh) ! পাল্টা, বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ভাটপাড়ারই (Bhatpara) ১ নম্বর ওয়ার্ডে আবার ভোট লুঠের অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়লেন বিজেপি প্রার্থী।
বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ড। জগদ্দল ৯ নম্বর গলির গণেশ প্রাইমারি স্কুলের ঘটনা। অর্জুন সিংহ ঘটনাস্থলে যাওয়ায় তাঁকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। বিজেপির অভিযোগ, ভুয়ো ভোটারদের লাইনে দাঁড় করান তৃণমূল প্রার্থীর ছেলে। বিজেপি প্রার্থীর ছেলে তাদের সরানোর চেষ্টা করতেই দু’ পক্ষের বচসা বাধে। উত্তেজনার মাঝেই পুলিশের ম্যাগাজিন পড়ে যায়। জখম হন এক পুলিশ কর্মী। অর্জুন সিংয়ের দাবি, বহিরাগতরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল। যদিও তা অস্বীকার করে পুলিশ।
অন্যদিকে , ভোট লুঠের অভিযোগ তুলে কেঁদেই ফেললেন ভাটপাড়া ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাকেশ সিংহ। ভাটপাড়া হাইস্কুলে ভোট লুঠ চলছে বলে অভিযোগ তুলে রাস্তায় বসে পড়েন বিজেপি প্রার্থী।
অন্যদিকে, ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে শ্রীগান্ধী বিদ্যাপীঠে ইভিএম ভাঙচুর করার অভিযোগ ওঠএ। ছাপ্পা দেওয়ার অভিযোগ তুলে ভোট শুরুর একঘণ্টা পর ইভিএম ভেঙে দেন বিজেপি প্রার্থীর স্বামী। এলাকায় বিশাল পুলিশ বাহিনী আসে।
আরও পড়ুন -
এবিপি আনন্দ-র ক্যামেরা দেখেই ভুয়ো ভোটারের দৌড়
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবার নজর উত্তর ২৪ পরগনায়। বারাসাত, ব্যারাকপুর, ভাটপাড়া, খড়দা, কামারহাটি, বনগাঁ-সহ মোট ২৫টি পুরসভায় ভোট। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,মোট ৬৪৬টি ওয়ার্ডের মধ্যে ৬২৯ টিতে ভোটগ্রহণ রবিবার। নির্ধারিত হবে ২ হাজার ৩০৪ প্রার্থীর ভাগ।
মোট ৪ হাজার ৩১টি বুথে ভোটগ্রহণ, নিরাপত্তায় ব্যারাকপুর কমিশনারেট মোতায়েন ১২ হাজার পুলিশকর্মী। রয়েছে ১৫টি করে QRT ও HRFS। বারাসাত পুলিশ জেলায় রয়েছে ৩ হাজার পুলিশ কর্মী। আর বনগাঁ পুলিশ জেলায় ৬০০ পুলিশ ভোটের নিরাপত্তার দায়িত্বে।