North 24 Parganas News: AC চালাতেই 'শব্দ হল কড়মড় করে', উঁকি দিতেই দেখা গেল ৫ টি সাপ ! গাইঘাটায় একটি বাড়িতে আতঙ্ক
Snake Rescue From Gaighata AC: গরম পড়তেই এসি চালিয়েছিলেন গৃহবধূ, তারপরই ভিতর থেকে ভেসে আসে 'কড়মড় শব্দ', সন্দেহ হতেই ...

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এসির মধ্য থেকে উদ্ধার পাঁচটি সাপ ! ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায়। পূর্ব সোনাটিকারির বাসিন্দা সুব্রত দাসের বাড়ির এসি থেকে উদ্ধার হয়েছে পাঁচটি সাপ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গরম পড়তেই গতকাল এসি চালিয়েছিলেন পরিবারের সদস্য। তাঁদের দাবি এসি চালানোর পর আওয়াজ পেয়ে এসি বন্ধ করেন। এসির দিকে লক্ষ্য করে তারা সাপের লেজ দেখতে পান। পরবর্তী তাঁরা খবর দেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। রাতের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে দুটো সাপ উদ্ধার করেন। আজ সকালে ফের খবর পেয়ে তাঁরা ওই এসি থেকে আরও তিনটি সাপ উদ্ধার করেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, সাপগুলি মানুষের পক্ষে ক্ষতিকারক নয়। এরা সাধারণত বাড়ির টিকটিকি ও পোকামাকড় ধরে খায়। খাবারের সন্ধানে হয়তো এসির মধ্যে ঢুকে ছিল।
আরও পড়ুন, 'ইদে সবাই অংশ নিলে, রামনবমীতেও সবার অংশগ্রহণ করা উচিত..', বলছেন দিলীপ ঘোষ
এই ঘটনায় গৃহবধূ বলেন, 'গরম পড়ার পর, গতকাল প্রথম আমাদের এসিটা চালানো হয়। হঠাৎ দেখা যায়, এসির ভিতর থেকে লেজ ঝুলছে। স্বাভাবিকভাবেই আমরা ভয় পেয়ে যাই। তারপরে আমরা আবার এসিটা চালাই। কিন্তু দেখতে পাই, এসিটা চলছে না। আমি এরপরেই বলি এসি বন্ধ করতে। মনে হয়েছে সাপ আছে। তারপরে আমরা সাপ কিনা, নিশ্চিত হতে ছাদের উপরে যাই। গিয়ে দেখি যে, ওটা সাপ। মাথাটা দেখা যাচ্ছে। দেখে স্বাভাবিকভাবেই ভয়ই পেয়ে গেছি। ফোন করি বন দফতরে। শেষে ওখান থেকে সাপ বের হয়।'
কীভাবে ঘটনা টের পেলেন ? প্রশ্নের উত্তরে বাড়ির কর্তা জানিয়েছেন, গরম পড়েছে। অনেকদিন পর এসি চালিয়েছি। শব্দ হয় কড়মড় করে। এসিটা বন্ধ করে দিয়েছি। এসি চালানোর পরেই টের পাই।..উদ্ধার হয়েছে ৫টি সাপ।' সাপ উদ্ধারের পর সাপ উদ্ধারকারী স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী জানিয়েছেন, 'মূলত আমরা গতকাল, এই বাড়ির থেকে সন্ধ্যেবেলা খবর পাই।ওনারা ফোন করে বলেন, এসির ভিতর সাপ দেখা গিয়েছে। সেই মতো খবর পেয়ে আমরা কাল রাতে আসি। তারপর এসি খুলে অনেক কষ্ট করে গতকাল দুটি সাপ উদ্ধার করি। তারপর আজ সকাল সাড়ে ৮ টা নাগাদ, ওনারা ফোন করেন, আবার নাকি এসির ভিতর থেকে সাপ দেখতে পাওয়া গিয়েছে। গতকাল থেকে আজ অবধি আমরা মোট ৫ টি সাপ উদ্ধার করতে পেরেছি।'






















