Bidyadhari River: বিদ্যাধরী নদীতে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য, কী অনুমান স্থানীয়দের ?
Crime in Bidyadhari River:'নিহত ঐ যুবককে কেউ খুন করে বিদ্যাধরী নদীতে ভাসিয়ে দিতে পারে',বলে প্রাথমিকভাবে অনুমান স্থানীয় বাসিন্দাদের।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিদ্যাধরী নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ (Dead body) উদ্ধার হয়েছে। এই ঘটনায় সাত সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাড়োয়ার গোরাইনগর এলাকায়। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম পরিচয় কিছু এখনও জানা যায়নি।
'যুবককে কেউ খুন করে বিদ্যাধরী নদীতে ভাসিয়ে দিতে পারে'
গোরাইনগর এলাকায় নদী পাড়ে বসবাসকারী বাসিন্দারা সাকালে হঠাৎ দেখতে পাই বেলিয়াঘাটার দিক থেকে হাড়োয়ার দিকে বিদ্যাধরী নদী বয়ে একটি মৃতদেহ ভেসে যাচ্ছে। মৃতদেহটি উলঙ্গ অবস্থায় ছিল। এরপর গোরাইনগর এলাকায় একটি জায়গায় নদীর চরে এসে কচুরিপানার মধ্যে মৃতদেহটি আটকে যায়। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি। মৃতদেহের ছবি বিভিন্ন থানায় এলাকায় পাঠিয়ে তাঁর পরিচয় জানার চেষ্টা করছে হাড়োয়া থানার পুলিশ। তবে 'নিহত ঐ যুবককে কেউ খুন করে বিদ্যাধরী নদীতে ভাসিয়ে দিতে পারে',বলে প্রাথমিকভাবে অনুমান স্থানীয় বাসিন্দাদের। বাগুইআটি স্কুলছাত্রে মৃতদেহ উদ্ধারের পর আবারও বিদ্যাধরী নদী থেকে যেভাবে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার হয়েছে এই ঘটনাই সাধারণ মানুষ মুখে কুলুপ এঁটেছে। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন, 'ইচ্ছামতো মেট্রোরুট বদল করেছেন মমতা, তাই বিপর্যয়' বউবাজারের ঘটনায় অভিযোগ দিলীপের
সম্প্রতি, বাবুঘাটে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিসর্জন দেওয়া প্রতিমার কাঠামোয় পচাগলা দেহটি আটকে ছিল। কাঠামো সরাতে গিয়েই দেহটি নজরে পড়ে। দেহটি উদ্ধার করে পশ্চিম বন্দর থানা। প্রসঙ্গত, প্রতিবছরই প্রতিমা নিরঞ্জনের সময় একাধিক দুর্ঘটনার সম্মুখীন হয় পশ্চিমবঙ্গ। হইহুল্লোরের মাঝে প্রতিবছরই মায়ের কোল ফাঁকা হয়। সেই তালিকায় থাকে বাবুঘাটও। গতবছর বিসর্জন চলাকালীন বাবুঘাটে গঙ্গা থেকে জোড়া মৃতদেহ উদ্ধার হয়েছিল। একুশ সালেও বাবুঘাটে ২ ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়ায়। দেহ দুটি উদ্ধার করেছিল রিভার ট্রাফিক পুলিশ। একের পর এক দুর্ঘটনার পর, এবছর সতর্ক ছিল কলকাতা-তথা রাজ্য পুলিশ। তবুও এড়ানো গেল না দুর্ঘটনা। কিন্তু দুইবারই তো উমা মাকে বিদায়ের সময় ঘটেছে, বিদ্যাধরী নদীর ঘটনার আগে ইতিমধ্যেই দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোর ভাসান হয়ে গিয়েছে। তবে এই মৃত্যু পিছনে আসল কারণটা কী ? তা জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।