North 24 Parganas News: দোকানের সামনেই বেধড়ক মারধর, বাঁকড়ায় আক্রান্ত ব্যবসায়ী
North 24 Parganas News: প্রথমে অনেকক্ষণ ধরে শাসানি। তারপর হঠাৎ চড়। এরপর শুরু বেধড়ক মার। সামান্য গাড়ি রাখা নিয়ে বচসার জেরে এভাবেই, একজন ব্যবসায়ীকে আক্রান্ত হতে হল উত্তর ২৪ পরগনার বাঁকড়ায়।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর চব্বিশ পরগনার বাঁকড়ায় আক্রান্ত হলেন ব্যবসায়ী। দোকানের সামনেই বেধড়ক মারধর করা হল। ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাঁকড়ায় আক্রান্ত ব্যবসায়ী: প্রথমে অনেকক্ষণ ধরে শাসানি। তারপর হঠাৎ চড়। এরপর শুরু বেধড়ক মার। সামান্য গাড়ি রাখা নিয়ে বচসার জেরে এভাবেই, একজন ব্যবসায়ীকে আক্রান্ত হতে হল উত্তর ২৪ পরগনার বাঁকড়ায়। আক্রান্ত নুর আলম শেখ জানিয়েছেন, গত শুক্রবার গাড়ি রাখা নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর বচসা বাধে। এরপরই তাঁকে বেধড়ক মারধর করেন কয়েকজন। যে ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
ঘটনায় গ্রেফতার সাত জন: আগে মহারাষ্ট্রে ব্যবসা করতেন নুর আলম। মাস ছয়েক আগে বাংলায় ফিরে গাড়ির যন্ত্রাংশ বিক্রির ব্যবসা শুরু করেন। কিন্তু এই কয়েক দিনের মধ্যেই যে নিজের রাজ্যে এরকম অভিজ্ঞতার শিকার হতে হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি ব্যবসায়ী।ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন এলাকার অন্যান্য ব্যবসায়ীরাও। ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।
গত বুধবার হাবড়ায়, ইমারতি দ্রব্যের ব্যবসায়ীর অফিসে বোমাবাজি করে দুষ্কৃতীরা। জখম হন ব্যবসায়ী। গুলিবিদ্ধ হন তাঁর এক সঙ্গী। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ, ১০ নম্বর ওয়ার্ডের শ্রীনগরে ইমারতি দ্রব্যের এই দোকানে বসেছিলেন ব্যবসায়ী রাজু ঘোষ ও আরও কয়েকজন। তখনই হামলা চালায় সাত-আটজন দুষ্কৃতী। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে দুই ব্যক্তির গুলি লাগে। হামলার ঘটনায় ৫জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জনের নাম FIR-এ রয়েছে। এলাকার একটি সিসিটিভি ফুটেজে ২টি স্কুটারে করে কয়েকজন যুবককে চলে যেতে দেখা গেছে। যা দেখে মনে করা হয়, অন্য কোথাও স্কুটার রেখে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। তারপর স্কুটারে করেই চম্পট দেয় তারা। ঘটনাস্থল থেকে একটি স্মার্ট ফোনও উদ্ধার করে পুলিশ। সেটি কোনও হামলাকারীর কি না, জানার চেষ্টা শুরু করেন তদন্তকারীরা। এবার সেই উত্তর ২৪ পরগনাতেই নিজের দোকানের সামনে আক্রান্ত হলেন ব্যবসায়ী।
আরও পড়ুন: Purba Bardhaman: পূর্ব বর্ধমানে সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরও এক