Mobile Trafficking : আন্তর্জাতিক পাচার চক্রের পর্দাফাঁস, পুজোর আগে বড় সাফল্য পুলিশের
Police on Trafficking : আন্তর্জাতিক পাচার চক্রের হদিশ করল পুলিশ , ৭২ টি মোবাইল ও ৫৭১০ বাংলাদেশি টাকা- সহ দুজনকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : আন্তর্জাতিক পাচার চক্রের ( Trafficking ) হদিশ করল পুলিশ , ৭২ টি মোবাইল ও ৫৭১০ বাংলাদেশি টাকা- সহ দুজনকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। অভিযুক্তদের আজকে পুলিশি হেফাজতে আনার আবেদন জানিয়ে আদালতে (Court) পাঠানো হয়েছে।
পাচারের আগেই ৭২ টি মোবাইল ফোন এবং ৫৭১০ বাংলাদেশি টাকা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনা গোপালনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় গোপালনগর থানা এলাকার ১৬ নং রেলগেট থেকে ইমরান মন্ডল এবং আনোয়ার হোসেন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে মোবাইল ব্যবসায়ী ইমরান আনোয়ার হোসেন মারফত চুরি যাওয়া মোবাইল গুলোকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। সেই সময় গোপালনগর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে। আনোয়ার হোসেন বাংলাদেশের যশোরের বাসিন্দা সে ব্যবসায়িক ভিসা নিয়ে ১০ দিন আগে ভারতে প্রবেশ করেছিল, গোপাল নগরের বাসিন্দা ইমরান তার মারফত এই মোবাইল ফোন গুলোকে পাচার চেষ্টা করছিল। এ বিষয়ে বনগাঁ পুলিশ জেলার এসপি জয়িতা বোস বলেন,'গতকাল সন্ধ্যায় গোপালনগর থানার পুলিশ গোপালনগর থানা এলাকা থেকে ইমরান মন্ডল এবং আনোয়ার হোসেন নামে দুই মোবাইল পাচারকারীকে গ্রেফতার করে। অভিযুক্তদের আজকে পুলিশি হেফাজতে আনার আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।'
আরও পড়ুন, 'আমার যাবার সময় হল, দাও বিদায়', ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল বিধায়ক সমীর পাঁজার
প্রসঙ্গত, রাজ্যে পাচার নিয়ে একাধিক মামলা সামনে এসেছে। কখনও শিশু পাচার, কখনও নারী পাচার আবার কখনও, গরুপাচার কয়লা পাচারের ঘটনাও সামনে এসেছে। গরুপাচারের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমে বসেই মুর্শিদাবাদের কিছু জায়গায় গরুপাচার কন্ট্রোল করা হতো। অনুব্রত মন্ডলের হয়ে কাজ করতেন তাঁর দেহরক্ষী সায়গল হোসেন। অন্যদিকে ব্যবসায়ী এনামুল হকের তরফে হয়ে পাচার সামলাত ইলামবাজারের হাটের দালাল শেখ আব্দুল লতিফ। সূত্রের খবর, গরুপাচার মামলার তদন্তে নতুন তথ্য মেলার দাবি সিবিআই-এর। তবে এর পাশাপাশি কয়লা পাচারে ইতিমধ্যেই একাধিক বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এর পাশাপাশি রাজ্যে আরও একাধিক ঘটনাও রয়েছে। যেমন পাখি পাচার।কলকাতার বাসন্তী হাইওয়ের মিনাখাঁ থানার মালঞ্চ দক্ষিণ ঘেরির কাছে গভীর রাতে নাকা চেকিংয়ের সময় একটি মারুতি সুজুকি গাড়ি থেকে বেশ কিছু বিদেশি পাখি উদ্ধার করে পুলিশ। যদিও এখনও একাধিক পাচারের অভিযোগ উঠলেও, অনেকেই অধরা বলে দাবি রাজ্যের বিরোধীদের।