North 24 Paraganas: সোমনাথ-অর্জুন লড়াই রুখতে এবার উদ্যোগী রাজ্য তৃণমূল নেতৃত্ব, কী নির্দেশ ব্যারাকপুরের সাংসদকে ?
Arjun Singh-Somnath Shyam Tussle: খুন ঘিরে সাংসদ বনাম বিধায়কের বাগযুদ্ধে জগদ্দল-ভাটপাড়ায় বেআব্রু হয়ে গেছে তৃণমূলের দ্বন্দ্ব !
![North 24 Paraganas: সোমনাথ-অর্জুন লড়াই রুখতে এবার উদ্যোগী রাজ্য তৃণমূল নেতৃত্ব, কী নির্দেশ ব্যারাকপুরের সাংসদকে ? TMC instructed him to keep mum in his tussle with Somnath Shyam, informs Arjun Singh North 24 Paraganas: সোমনাথ-অর্জুন লড়াই রুখতে এবার উদ্যোগী রাজ্য তৃণমূল নেতৃত্ব, কী নির্দেশ ব্যারাকপুরের সাংসদকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/a832361f85cb024666fcbdc697f3c1ca1703568229589170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, ব্যারাকপুর : তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় অর্জুন সিং ও সোমনাথ শ্যামের অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে অস্বস্তিতে শাসক দল । অস্বস্তি এড়াতে এবার অর্জুনকে ‘সেন্সর’ করল রাজ্য তৃণমূল নেতৃত্ব । তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাঁকে চুপ থাকার নির্দেশ দিয়েছেন বলে মন্তব্য করেন ব্যারাকপুরের সাংসদ।
সোমনাথ শ্যাম ও অর্জুন সিংয়ের যুদ্ধে 'কুরুক্ষেত্র' ব্যারাকপুর। ব্যারাকপুরের সাংসদকে নাম না করে দিন দু'য়েক আগেই 'ফাইল' হুঁশিয়ারি দিয়েছেন জগদ্দলের বিধায়ক। "আমার কাছে একটি হলুদ রঙের ফাইল আছে। সেই ফাইল আমি খুব শীঘ্রই খুলব। সেইদিন পালানোর জায়গা পাবেন না", বলে অর্জুন সিংয়ের উদ্দেশে হুঁশিয়ারি দেন সোমনাথ শ্যাম।
সভামঞ্চে দাঁড়িয়ে জগদ্দলের বিধায়ক বলেন, "আপনি বড় বড় বুলি দিচ্ছেন। অনেক কথা বলছেন। আমার কাছে একটি হলুদ রঙের ফাইল আছে। সেই ফাইল আমি খুব শীঘ্রই খুলব। সেইদিন পালানোর জায়গা পাবেন না। কোথাও লোকাবেন না। সেই মুখ আপনি খুঁজে পাবেন না। সাদ্দাম হুসেনের মতো লুকানোর জায়গা তৈরি রাখুন। জায়গা খুঁজে নিন। আপনার থেকে বড় চোর কে আছে ? যে মানুষের টাকা চুরি করেছে, সাধারণ মানুষের টাকা লুঠ করেছে। এর থেকে বড় চোর কেউ হবে ? চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন, পরীক্ষার্থীদের পাস করাতে টাকা নিয়েছেন। কোন টাকা আপনি নেননি ? ভাটপাড়া পুরসভাটাকে আপনি লুঠে খেয়ে নিলেন। প্রায় ৩০০ মানুষের গ্র্যাচুইটি খেয়ে গেলেন, পিএফের পয়সা খেয়ে গেলেন। কন্ট্রাক্টরদের পয়সা খেয়ে নিলেন। কত বড় পেট আপনার আমি তো এখনও বুঝলাম না। আপনার যে ফাইলটা আছে তাতে তো দেখছি একটা পেটে এত কিছু হতে পারে না। রাবণের পেটেও এত কিছু যায়নি, যত আপনার পেটে গেছে। ওই পেট চিরে সব বের করব, সাধারণ মানুষের মধ্যে বিলি করে দেব। যদি এক বাপের ব্যাটা হন পদত্যাগ করুন, আমিও দেব। দিয়ে দেখাব কার কত দম আছে ! প্রভাব দেখাবেন না। আপনার হনুগিরি শেষ । এবার আপনাকে আমি হনু দেখাব।"
খুন ঘিরে সাংসদ বনাম বিধায়কের বাগযুদ্ধে জগদ্দল-ভাটপাড়ায় বেআব্রু হয়ে গেছে তৃণমূলের দ্বন্দ্ব ! বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পরও, ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিংকে লাগাতার নিশানা করে গেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম। লাগাতার সেই কোন্দলের আবহে সম্প্রতি তৃণমূল শীর্ষনেতৃত্বের নীরবতা নিয়েই প্রশ্ন তোলেন অর্জুন সিংহ। পাল্টা সুর চড়ান জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়ামও।
তৃণমূল কর্মী ভিকি যাদব খুনে নিজের আত্মীয় পাপপু সিং-এর গ্রেফতারিতে, পুলিশের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন অর্জুন সিং। আরও একধাপ এগিয়ে পুলিশের একাংশের বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ তোলেন তৃণমূল নেতা অর্জুন সিং। সাংসদ বনাম বিধায়কের সংঘাতের জল এখন কতদূর গড়ায়, সেটাই দেখার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)