TMC-ISF: দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফের বিবাদ, উত্তপ্ত দেগঙ্গা
Election Campaign Controversy: এখন থেকেই দেওয়াল দখল নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। দেওয়াল তুমি কার? এ বিবাদেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। তার আগে দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফের বিবাদে উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়েছে দুই দল।
কী অভিযোগ?
রাজ্যে পঞ্চায়েত ভোটের এখনও বছর খানেক দেরি। কিন্তু এখন থেকেই দেওয়াল দখল নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। দেওয়াল তুমি কার? এ বিবাদেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার আমুলিয়া। একে অপরকে আক্রমণ শানিয়েছে তৃণমূল ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF। তৃণমূলের অভিযোগ, তাদের লেখা দেওয়াল দখল করে নেন ISF কর্মীরা। পরে অবশ্য সেই দেওয়াল পুনর্দখল করে নেয় তৃণমূল।
আরও পড়ুন, ধর্ষণের পর মৃত্যু নাবালিকার, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে অভিযোগ
পুলিশি প্রহরা
এ নিয়ে শনিবার রাতে দু’দলের কর্মী, সমর্থকদের মধ্যে বচসা বেধে যায়। এদিকে, গন্ডগোলের খবর পেয়ে, রাতেই ঘটনাস্থলে যায় দেগঙ্গা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে টহল দেন পুলিশকর্মীরা।
আগের ঘটনা
এর আগে গত ২৮ মার্চ দেগঙ্গার নন্দীপাড়া কুচেয়ামোড়া এলাকায় একটি মাঠের মধ্যে পটল ক্ষেত থেকে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার করে দেগঙ্গা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মদের বোতল, জলের গ্লাসসহ একাধিক জিনিসপত্র পাওয়া যায়। তদন্তকারী অফিসাররা প্রাথমিক তদন্তে অনুমান করেন যে, ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই ঘটনায় একটু খুনের মামলা রুজু করা হয়। ঘটনার পর এলাকায় ব্যপক চাঞ্চল্য তৈরি হয়।
জানা যায়, ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়। অবশেষে সেই ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার হল। জানা গিয়েছে, কুড়ি হাজার টাকা পাওনা নিয়ে বচসার জেরেই এই খুন।