রাজ্যের কেন্দ্রীয় প্রতিষ্ঠান NILD’র গুরুত্ব কমানোর অভিযোগে সরব হল তৃণমূল
বনহুগলির ন্যাশনাল ইন্সটিটিউট ফর লোকাল লোকোমোটর ডিসএবিলিটিস বা NILD।
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কেন্দ্রীয় প্রতিষ্ঠান NILD’র গুরুত্ব কমানোর অভিযোগ। সরব তৃণমূল। এ বিষয়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও স্বশক্তিকরণ মন্ত্রীকে চিঠি দিয়েছেন সৌগত রায়। সূত্রের খবর, NILD নিয়ে কেন্দ্রের কী ভাবনা রয়েছে, ১৩ সেপ্টেম্বর তা স্পষ্ট করতে পারেন কেন্দ্রীয়মন্ত্রী। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। রাজ্যের আরও এক কেন্দ্রীয় প্রতিষ্ঠানের গুরুত্ব কমানোর অভিযোগে সরব হল তৃণমূল।
বনহুগলির ন্যাশনাল ইন্সটিটিউট ফর লোকাল লোকোমোটর ডিসএবিলিটিস বা NILD। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও স্বশক্তিকরণ মন্ত্রকের অধীনস্থ এই প্রতিষ্ঠানে, প্রতিবন্ধীদের চিকিৎসা ও গবেষণামূলক কাজ হয়। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, NILD’কে ওড়িশার একটি সংস্থার আঞ্চলিক কেন্দ্র হিসেবে চালানো হবে।
আরও পড়ুন: Alipurduar: আলিপুরদুয়ার পুরসভা দখলে রাখতে মরিয়া তৃণমূলের আশঙ্কা অন্তর্ঘাত, কটাক্ষ বিজেপির
এ বিষয়ে বিজ্ঞপ্তিও জারি হয়েছে। ইতিমধ্যেই, কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। বুধবার, সরব হল তৃণমূলও। দমদম তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেন, বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। কান্তি বাবু চিঠি দিয়েছেন, দল সিদ্ধান্ত নেবে।
অন্যদিকে সিপিএম নেতাকান্তি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রাজনীতির উর্ধ্বে উঠে আমরা দাঁড়াতে হবে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করা অসৌজ্যমূলক। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, মুখ্যমন্ত্রী ডাকলে বুঝিয়ে বলব। NILD’র গুরুত্ব কমিয়ে দেওয়ার প্রতিবাদে, কেন্দ্রকে চিঠি দিয়েছেন সৌগত রায়।
ভবিষ্যতে, এ’নিয়ে প্রধানমন্ত্রীকেও চিঠি দেবেন বলে জানিয়েছেন তিনি। ১৩ সেপ্টেম্বর, NILD’এ আসবেন পশ্চিম ত্রিপুরার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও স্বশক্তিকরণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সেদিন, বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিচ্ছে তৃণমূল। সূত্রের খবর, NILD নিয়ে কেন্দ্রের কী ভাবনা রয়েছে, ১৩ সেপ্টেম্বর তা স্পষ্ট করতে পারেন কেন্দ্রীয়মন্ত্রী।
আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকার চোরাই কাঠ! কীভাবে জঙ্গলে ঢুকছে চোরাশিকারিরা? বন-সুরক্ষায় প্রশ্নে পরিকাঠামো
আরও পড়ুন: ফের উত্তপ্ত আর জি কর মেডিক্যাল কলেজ, ছাত্র বিক্ষোভে অসুস্থ হয়ে পড়েন এমএসভিপি