Barasat News: সরকারি গাছ কেটে বিক্রির চেষ্টা! অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী, উত্তেজনা দেগঙ্গায়
North 24 Parganas News: কাটমানি, নিয়োগ দুর্নীতির মধ্যেই এবার গাছ নিয়েও দুর্নীতির অভিযোগ।
সমীরণ পাল, বারাসাত: সরকারি গাছ কেটে বিক্রির চেষ্টার অভিযোগ। অভিযুক্ত তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যার স্বামী (TMC)। এই অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বারাসাতের দেগঙ্গায়। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা অভিযোগ অস্বীকার করেছেন।
সরকারি গাছ কেটে বিক্রির চেষ্টার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে
কাটমানি, নিয়োগ দুর্নীতির মধ্যেই এবার গাছ নিয়েও দুর্নীতির অভিযোগ। সরকারি গাছ (Tree) কেটে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল,পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামীর বিরুদ্ধে। স্থানীয়দের বাধায় শেষ পর্যন্ত গাছ ফেলে ফিরে যান অভিযুক্তরা।
এই ঘটনাকে ঘিরে সোমবার সকালে উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) চাকলা গ্রাম পঞ্চায়েতের বল্লভপুরে। অভিযুক্ত চাকলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শঙ্করী মণ্ডলের স্বামী সুনীল মণ্ডল। তিনিও এলাকায় তৃণমূল নেতা হিসেবেই পরিচিত।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার ধারে থাকা সরকারি গাছ কেটে বিক্রির চেষ্টা করছিলেন তৃণমূল নেতা। তাঁদের বাধায় সেই চেষ্টা সফল হয়নি। প্রতিবাদে এলাকায় বিক্ষোভও দেখানো হয়। বিক্ষোবকারীরা বলেন, ‘‘চুরি করে গাছ বিক্রি করছিল পঞচায়েত সদস্যার স্বামী সুনীল মণ্ডল।’’
আরও পড়ুন: Dilip Ghosh: 'ববির প্রমোশন হয়নি', আচমকা কী নিয়ে বললেন দিলীপ ঘোষ ?
যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর বক্তব্য, ‘‘কোনও সরকারি গাছ চুরি করিনি। একটি গাছ থেকে পাশের দোকানে বিষাক্ত পোকামাকড়, পিঁপড়ে ঢুকছিল। তাই গাছটি কেটে দিয়েছি। এটা কোনও সরকারি গাছ নয়। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে।’’
গাছ কাটার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বারাসাতে বিজেপি-র সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তরুণকান্তি ঘোষ বলেন, ‘‘প্রতিটি গ্রাম পঞ্চায়েত কাটমানির পীঠস্থানে পরিণত হয়েছে। তাই কাটমানির জোগান দিতে তৃণমূলের লোকজন পরিবেশের ভারসাম্য নষ্ট করে গাছ চুরি করে বিক্রি করছে।’’
অভিযোগ অস্বীকার অভিযুক্ত তৃণমূল নেতার
এ নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূল নেতা তথা দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তুষারকান্তি দাস। তিনি বলেন, ‘‘যে গাছটি চুরি করে কাটার অভিযোগ, সেটি সরকারি না কারও ব্যক্তিগত তা দেখতে হবে। কেউ গাছ চুরি করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’ অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে গাছগুলি ঘটনাস্থল থেকে সরাতে দেয়নি। তবে এই ঘটনাকে ঘিরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।