North 24 Parganas: কোথায় বসবেন হকাররা? নয়া নিয়ম জারি বারাসাতে
Barasat News: রাজ্যের বিভিন্ন প্রান্তে হকার উচ্ছেদের ঘটনা। আবার হকারদের জন্য সীমানা নির্দিষ্ট করে দিল বারাসাত পুরসভা।
সমীরণ পাল, বারাসাত: হকারদের বসার জন্য এবার নির্দিষ্ট জায়াগা বারাসাতে। কতটুকু জায়গায় হকাররা বসতে পারবেন রীতিমতো দাগ কেটে নির্দিষ্ট করে দিয়েছে বারাসাত পুরসভা। স্পষ্ট বলে দেওয়া হয়েছে ওই দাগের বাইরে কোনো দোকান বসতে পারবে না।
সীমানা নির্দিষ্ট করল পুরসভা: বারাসাত পুরসভার উদ্যোগে বারাসাত ফ্লাইওভারের নিচে হকারদের ডিমারকেশন করে দিল। বারাসাতের চাঁপাডালি থেকে কলোনি মোড় পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে যে উড়ালপুল রয়েছে সেই উড়ালপুলের নিচে অসংখ্য হকার বসেন। হকের বসার ফলে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্স থেকে ফায়ার ব্রিগেড কোনও কিছুই একবারে ঢুকতে পারে না। যার জেরে সব দিক দিয়ে সমস্যায় পড়েন স্থানীয়রা। সেই কারণেই এই হকার উচ্ছেদের দাবি অনেকদিন ধরেই ছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদের প্রসঙ্গ সামনে আনায় এটা আরও জোড়ালো হয়। এবার তাঁদের বসার সীমানা তৈরি করে দিল বারাসাত পুরসভা।
সম্প্রতি নবান্নর বৈঠকে বেআইনি নির্মাণ ও জবরদখল নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তারপরই অ্যাকশনে নেমেছে বিভিন্ন পুরসভা ও স্থানীয় প্রশাসন। এদিন বারাসাত পুরসভার চেয়ারম্যান থেকে এসডিও সকলের উপস্থিতিতে হকারদের লোকেশনের এলাকার ডিমারকেশন করে দেওয়া হয়। হলুদ দাগ দিয়ে বলে দেওয়া হয় যে এই দাগের বাইরে আর কেউ দোকান বসাতে পারবে না। তাতে সাধারণ মানুষ চলাচলের রাস্তা ফিরে পাবে এমনটা মনে করছেন বারাসাত পুরসভার চেয়ারম্যান। সাধারণ দোকানদাররা মনে করছেন তাঁরাও চান নিয়ন্ত্রণের মধ্যে থাকতে। হকারদের বক্তব্য, তাঁরা যদি ঠিকঠাক জায়গা পেয়ে যান, বা একটু কম জায়গা পান তাতে অসুবিধা নেই। তাঁরা দোকান চালিয়ে ব্যবসা করতে পারলেই হল। পুরসভা যেভাবে ভাবছে তাতে সাধারণ দোকানদাররা আপাতদৃষ্টিতে খুশি হলেও বাস্তবে তা সহজ হবে কি না তা সময় বলবে।
অন্যদিকে, হুগলির উত্তরপাড়ায় চলল বুলডোজার। বালিখাল থেকে জিটি রোডে রাস্তার উপর একাধিক অস্থায়ী দোকান ও হোর্ডিং গুঁড়িয়ে দিল প্রশাসন। রাস্তায় নেমে জবরদখলকারীদের সতর্ক করেলেন খোদ পুরসভার চেয়ারম্যান। এদিন মাইকেও চলল প্রচার। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনেও অভিযান চালায় উত্তরপাড়া-কোতরং পুরসভা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: BDO Aiburobhat: আইবুড়োভাত খেয়ে বিতর্কে, কী হয়েছে? বিডিওকে চিঠি জেলাশাসকের