North 24 Parganas: হাবরায় তুলো বোঝাই ট্রাকে আগুন, ঘণ্টা তিনেকের চেষ্টায় নিয়ন্ত্রণে পরিস্থিতি
North 24 Parganas News Update: ঘটনাস্থলে দমকলের দুইটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টা তিনেকের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
সমীরণ পাল, হাবরা: তুলো বোঝাই চলন্ত গাড়িতে আগুন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাবরা (Habra) থানার লক্ষ্মীপুল (Lakshmipur) এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মহারাষ্ট্র (Maharastra) থেকে একটি তুলো বোঝাই ট্রাক যশোর রোড (Jessore Road) দিয়ে বনগাঁ (Bangaon) যাচ্ছিল। লক্ষ্মীপুল এলাকায় হঠাৎ আগুন দেখতে পায় গাড়িচালক। গাড়ি থেকে নেমে পড়েন চালক। এরপরই খবর দেওয়া হয় হাবরা থানায় (Habra Police Station) ও হাবরা ফায়ার ব্রিগেডে (Habra Fire Brigade)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রাকে যেহেতু তুলো বোঝাই ছিল অতি দ্রুত পুরো গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে দমকলের দুইটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টা তিনেকের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই। যেহেতু গাড়িতে তুলে বোঝাই ছিল সেই কারণে অনেকটা সময় লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের।
শহর থেকে জেলা। চলতি মাসেই একাধিক আগুন লাগার ঘটনা ঘটে। গত সপ্তাহে ভর দুপুরে মল্লিকবাজারে বন্ধ সিনেমা হলে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় স্ক্রিন ও অনেক আসন। বিদ্যুৎ সংযোগ না থাকা সত্ত্বেও কীভাবে আগুন? তা নিয়ে ওঠে প্রশ্ন। আগুন লাগানো হয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তার আগে শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে মহাকালপল্লিতে অক্সিজেন সিলিন্ডারের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় সূত্রে দাবি, ভোর ৫টা নাগাদ আগুন লাগে কারখানায়। অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। দমকলের ৩টি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনও খবর নেই। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
আরও পড়ুন: Cashback Fraud: ক্যাশব্যাকের অফার দিয়ে টাকা গায়েব, হ্যাকারদের নয়া ছকে প্রতারিত শ্রীরামপুরের মহিলা