North 24 Parganas: করোনা বিধিকে বুড়ো আঙুল, নিয়ম ভঙ্গের ছবি এবার শ্যামনগরের পৌষমেলায়
North 24 Parganas News Update: রকেটের গতিতে বাড়ছে করোনার সংক্রমণ (Corona)। তা সত্ত্বেও হুঁশ ফিরছে না। করোনার মারাত্মক সংক্রমণের মধ্যেও, উত্তর ২৪ পরগনার শ্যামনগরে পৌষমেলায় ধরা পড়ল অসচেতনতার ছবি।
সমীরণ পাল, শ্যামনগর: রাজ্যে (West Bengal) করোনার (Corona) বিধিনিষেধ চালু হলেও, মাস্ক পরার ক্ষেত্রে অসচেতনতার ছবি উঠে এল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) শ্যামনগরের (Shyamnagar) পৌষমেলায় (Poush Mela)। মেলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি (BJP)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল (TMC)।
রকেটের গতিতে বাড়ছে করোনার সংক্রমণ (Corona)। তা সত্ত্বেও হুঁশ ফিরছে না এক শ্রেণির মানুষের। করোনার (Corona) মারাত্মক সংক্রমণের মধ্যেও, উত্তর ২৪ পরগনার (Nrth 24 Parganas) শ্যামনগরে (Shyamnagar) পৌষমেলায় (Poush Mela) ধরা পড়ল অসচেতনতার ছবি। অধিকাংশের মুখে নেই মাস্ক (Mask)। অনেকের আবার মাস্ক (Mask) রয়েছে থুতনির নীচে। শিকেয় দূরত্ব বিধি (Covid19 Rules)। কিন্তু ভয়ঙ্কর করোনা পরিস্থিতির মধ্যেও উদাসীন কেন? জিজ্ঞেস করতেই হাজির বিভিন্ন অজুহাত।
করোনার সংক্রমণ যখন হু হু করে বাড়ছে, তখন মেলার অনুমতি দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি (BJP)। বিজেপির ব্যারাকপুর (Barrackpore) সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় (Sandip Banerjee) বলেন, “সবই প্রহসন। এই পরিস্থিতিতে কীভাবে মেলা হচ্ছে?’’ ভাটপাড়া পুরপ্রশাসক ও তৃণমূল নেতা গোপাল রাউত বলেন, “বিধি মেনে হচ্ছে। গিয়ে খোঁজ নেব। যদি দেখি বিধি মানা হচ্ছে না বন্ধ করে দেওয়া হবে।’’ প্রায় এক মাস ধরে চলছে শ্যামনগরের (Shyamnagar) পৌষমেলা।
এদিকে ভোর হতে না হতেই গঙ্গাসাগরের (Gangasagar) সৈকতে জনজোয়ার দেখা যায়। আলো ফোটার আগেই ফুটে উঠল বিধিভঙ্গের ছবি। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন সাগর সঙ্গমে। ঘুচেছে দূরত্ববিধি। মুখে নেই মাস্ক। কেন মাস্ক পরেননি? প্রশ্ন করতেই হাজারো যুক্তি দিচ্ছেন পুণ্যার্থীরা। সবাই যাতে কোভিডবিধি মেনে চলে, সেজন্য মাইকে অনবরত প্রচার করে পুলিশ-প্রশাসন। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষণ ছিল না কারও মধ্যেই। ফলে জনবিস্ফোরণের কাছে পুলিশকে কার্যত দর্শকের ভূমিকায় দেখা যায়।
আরও পড়ুন: WB Municipal Polls: দু’সপ্তাহ পিছনো হোক বকেয়া পুরভোট, কমিশনের কাছে আর্জি রাজ্যের