North 24 Parganas: ঠাকুরনগর কাণ্ডে ৪টি মামলা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মামলা রাজ্য পুলিশের
Thakurnagar:হাসপাতাল ভাঙচুর এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে গাইঘাটা থানায় অভিযোগ করেছেন গাইঘাটার বিএমওএইচও
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রবিবার অভিষেকের নবজোয়ার কর্মসূচি ঘিরে ঠাকুরনগরে তুলকালাম, ৪টি মামলা রুজু। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। কাজে বাধা ও এক অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। রবিবার ঠাকুরনগরের ঘটনায় বনগাঁর এসডিপিও, গাইঘাটা থানার ওসি সহ আহত ৮ পুলিশকর্মী। স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। গাইঘাটার বিএমওএইচও একটি অভিযোগ দায়ের করেছেন। চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে ভাঙচুরের অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতাল ভাঙচুর এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে গাইঘাটা থানায় অভিযোগ করেছেন গাইঘাটার বিএমওএইচও। তৃণমূলের পক্ষ থেকে মমতাবালা ঠাকুরও একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর অনুগামীদের মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। পুলিশ ও তৃণমূলকে পৃথক করা যায় না। ডোমকলে তো আধুনিক অস্ত্র রাখা তৃণমূল নেতাকে পুলিশ সরিয়ে দিচ্ছিল। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে যাওয়ার পর তাঁকে ধরা হয়। ঠাকুরনগরে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তাটাই কেন্দ্রীয় বাহিনী দেখবে। ঠাকুরবাড়ি দখল করার চেষ্টা করেছে পুলিশ দিয়ে। সেটা হয়নি। এবার একতরফা ভাবে মামলা রুজু করা হল। রাজ্যে আইনের শাসন নেই। মানুষের সাংবিধানিক ও মৌলিক অধিকার বাজেয়াপ্ত করা হয়েছে।