North 24 Parganas: গতকাল ধর্মঘটে সামিল হয়েছিলেন শিক্ষকরা, আজ স্কুলে তালা লাগানোর অভিযোগ TMCP-র বিরুদ্ধে
গতকাল শিক্ষকরা ধর্মঘটে সামিল হয়েছিলেন বিড়া রাজীবপুর এভি হাইস্কুলের শিক্ষিকারাও।
উত্তর ২৪ পরগনা: গতকাল বকেয়া ডিএ-র দাবিতে পথে নেমেছিলেন সরকারি কর্মীরা। রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেন তাঁরা। এর জেরে কাল একাধিক সরকারি প্রতিষ্ঠানে বন্ধ ছিল। গতকাল শিক্ষকরা ধর্মঘটে সামিল হয়েছিলেন বিড়া রাজীবপুর এভি হাইস্কুলের শিক্ষিকারাও। আজ সেখানেই উত্তেজনা তৈরি হয়। স্কুলে তালা লাগানোর অভিযোগ ওঠে টিএমসিপি-র বিরুদ্ধে। গতকাল শিক্ষকরা ধর্মঘটে সামিল হওয়ায় স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
বকেয়া DA নিয়ে ধর্মঘটের পরদিনই সকুলে সকুলে অশান্তি ! একের পর এক সকুলে ঢুকতে বাধা দেওয়া হল DA'র দাবিতে ধর্মঘটে অংশ নেওয়া শিক্ষকদের। বহু জায়গায় শিক্ষকদের বাধা দিতে দেখা গেল তৃণমূল নেতাদেরও! হুগলির পাণ্ডুয়ার মুজিবর রহমান হাইস্কুলের মোট ২২ জন শিক্ষক, ডিএ-র দাবিতে ধর্মঘটে সামিল হয়েছিলেন। শনিবার তাঁদের সকুলের বাইরে দাঁড় করিয়ে রেখে, হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে!
উত্তর ২৪ পরগনার বিড়ার রাজীবপুর এভি হাইস্কুলে এসে শিক্ষকরা দেখেন গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সামনে দাঁড়িয়ে যুব তৃণমূলের নেতা ও কর্মীরা। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের দিগরা হরদয়াল বিদ্যাপীঠেও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে! পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের হাট শিমলা জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কার্যত হুঁশিয়ারি দিতে শোনা যায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষকে।
একইভাবে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ঝাটিয়াড়া প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষিকাদের বার করে, টিচার্স রুমে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের কান্ডেশ্বর প্রাথমিক সকুলেও অশান্তি হয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা।ডিএ-ধর্মঘটের পরদিন স্কুলে স্কুলে অশান্তি। তৃণমূল নেতাদের রোষের মুখে শিক্ষকরা হাওড়ার ডোমজুড়ে উত্তর ঝাপড়দহ নোনাকুণ্ড মহাদেব বিদ্যামন্দিরেও পড়ুয়াদের সামনে প্রধান শিক্ষকের সঙ্গে বচসায় জড়ান অভিভাবকদের একাংশ।
বকেয়া ডিএ-র দাবিতে কাল রাজ্যজুড়ে ধর্মঘট পালন করলেন সরকারি কর্মীদের একটা বড় অংশ। মহাকরণ থেকে খাদ্য়ভবন, প্রশাসনের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও দিনভর কার্যত ফাঁকাই রইল একাধিক দফতর। কর্মনাশা ধর্মঘটকে সমর্থন নয়। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ধর্মঘটীদের পাশেই দাঁড়িয়েছে সিপিএম, কংগ্রেস, বিজেপি।
DA'র দাবি ধর্নামঞ্চ, খাঁ খাঁ খাদ্যভবন, ফাঁকা রাজ্য GST ভবন, পুরসভায় মিশ্র সাড়া, ফাঁকা চেয়ার-টেবিল নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়, কার্যত মাছি তাড়ানোর মতো অবস্থা রাজ্য GST ভবনেও। বন্ধ একাধিক স্কুলও। নবান্নর নানা কড়াবার্তা-হুঁশিয়ারির পরও, বকেয়া DA-এর দাবিতে, শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটের সার্বিক প্রভাব পড়ল রাজ্যজুড়ে!