Dakshineshwar Bus Terminus: দক্ষিণেশ্বরে বাস টার্মিনাসের ভাবনা, পরিদর্শনে মদন মিত্র ও পরিবহনমন্ত্রী
North 24 Parganas:বিষয়টি আপাতত পরিকল্পনার স্তরে রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনস্থল দক্ষিণেশ্বর। সারা রাজ্য তো বটেই, ভিন রাজ্য থেকেও অসংখ্য পুণ্যার্থী এখানে পুজো দিতে আসেন। যাতায়াতের সুবিধার জন্য রেলস্টেশন, মেট্রো স্টেশন রয়েছে। তৈরি করা হয়েছে স্কাইওয়াক। এবার দক্ষিণেশ্বরে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস, জানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিষয়টি আপাতত পরিকল্পনার স্তরে রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী। নতুন বাস টার্মিনাস হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা অনায়াসে বাসে চড়ে দক্ষিণেশ্বরে আসতে পারবেন।
একাধিক যোগাযোগের উপায়:
রেল স্টেশন রয়েছে। তারই লাগোয়া মেট্রো স্টেশন। রয়েছে বাসস্টপ। কিন্তু দক্ষিণেশ্বরে এখনও কোনও বাস টার্মিনাস নেই। তাই পুণ্যার্থীদের সুবিধার কথা ভেবেই তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস।
পরিদর্শনে মন্ত্রী ও বিধায়ক:
সম্প্রতি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে সঙ্গে নিয়ে, দক্ষিণেশ্বর ঘুরে দেখেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সেখানেই মন্ত্রীর পাশে দাঁড়িয়ে, দক্ষিণেশ্বরে বাস টার্মিনাস তৈরির কথা জানালেন মদন। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, 'অনেক দিন ধরেই এখানে একটা বাস টার্মিনাসের কথা ভাবা হয়েছে। যেখান থেকে প্রতি ৫-১০ মিনিট অন্তর বাস ছাড়বে। সারা ভারতে যায় এমন বাস ছাড়বে।' পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, 'একটা বাস টার্মিনাসের ভাবনা রয়েছে। এখনই সম্ভব নয়। এটার জন্য সময় লাগে। আমরা জায়গা দেখছি। পরিকল্পনা রয়েছে।'
আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস তৈরি করতে গেলে প্রয়োজন অনেক বড় জায়গার। সূত্রের খবর, ইতিমধ্যেই শুরু হয়েছে তার খোঁজও। এই খবরে খুশি পুণ্যার্থীরাও। পরিকল্পনা রয়েছে যে তৈরি করা হবে একটি আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল। সেখান থেকে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা অনায়াসে বাসে চেপে দক্ষিণেশ্বরে আসতে পারবেন।
আধুনিক পরিকল্পনা:
একদিকে যখন বাস টার্মিনাসের ভাবনা, তখন পরিবহন ব্যবস্থা আরও ভাল করতে সিগন্যাল ব্যবস্থাও উন্নত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত কলকাতার কথা মাথার রেখেই এই কাজ হচ্ছে। দুর্ঘটনা কমাতে, এবার কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় জেব্রা ক্রসিংয়ে লাগানো হচ্ছে বিশেষ আলো। পোশাকি নাম, 'সিগন্যাল অন সারফেস'। এলইডি স্ট্রিপে রয়েছে সিগন্যাল। রাস্তা থেকেও ব্লিঙ্ক করবে সিগনাল। ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট ও কাউন্সিল হাউস স্ট্রিট। পার্কস্ট্রিট ও জওহরলাল নেহেরু রোড ক্রসিং-এ লাগানো হয়েছে এই বিশেষ এলিডি স্ট্রিপ। কিছুদিনের মধ্যেই কলকাতা ট্রাফিক পুলিশের পাইলট প্রোজেক্ট হিসেবে রাসেল স্ট্রিট, রবীন্দ্র সদন ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় লাগানো হবে এই এলইডি স্ট্রিপ।
কলকাতা ট্রাফিক পুলিশের ডিসি জানিয়েছেন, দুর্ঘটনা কমানোই তাঁদের লক্ষ্য। পরীক্ষামূলকভাবে এই আলোর সুফল পাওয়া গেলে আগামীতে শহরের সব গুরুত্বপূর্ণ রাস্তাতেই লাগানো হবে এই এলইডি স্ট্রিপ।
আরও পড়ুন: 'ভোটার লিস্টে নামটা তাঁদেরই তুলবেন, যাঁরা আমাদের পরিবার', বিধায়কের মন্তব্য ঘিরে তরজা